Advertisement
০২ নভেম্বর ২০২৪

নতুন বছরে বেতন বৃদ্ধি ফেরি-কর্মীদের

দীর্ঘ দিনের দাবি মেনে নতুন বছর থেকেই বর্ধিত বেতন হাতে পেতে চলেছেন কালনা শহরের ফেরিঘাটের কর্মীরা। বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান ঘাট মালিকেরা।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০১:৪৩
Share: Save:

দীর্ঘ দিনের দাবি মেনে নতুন বছর থেকেই বর্ধিত বেতন হাতে পেতে চলেছেন কালনা শহরের ফেরিঘাটের কর্মীরা। বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান ঘাট মালিকেরা। এ ছাড়াও মহকুমা প্রশাসনের তরফে কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করা হয়।

প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, শহরে ফেরিঘাটটি বাৎসরিক হিসেবে ইজারা দেয় পুরসভা। পরিবহণ, যাত্রী সুরক্ষা, ভাড়া নেওয়া-সহ ঘাটের যাবতীয় বিষয় দেখাশোনা করেন ঘাট মালিকেরা। এই ফেরিঘাটে ট্রলার চালানো, টিকিট কাটা-সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত প্রায় ১১০ জন কর্মী রয়েছেন। তাঁদের দীর্ঘ দিনের অভিযোগ ছিল, কম বেতন মিলছে। বৃহস্পতিবার ঘাট মালিক ও কর্মীদের নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক নীতিন সিংহানিয়া। সেখানেই তাঁকে ঘাটমালিকেরা জানান, কর্মী অনুযায়ী ৪৫০০, ৪৭০০, ৩১০০ ও ২৩০০ টাকা হারে বেতন দেওয়া হয়। ওই বৈঠকেই ঠিক হয়, ৪৫০০ ও ৪৭০০ টাকা মাইনের ক্ষেত্রে বেতন সাতশো টাকা এবং বাকি দু’টি ক্ষেত্রে ৮০০ টাকা মাইনে বাড়ানো হবে। বর্ধিত বেতন মিলবে জানুয়ারি থেকে। ওই বৈঠকেই ঘাট মালিকেরা যাত্রী ভাড়া ও পণ্য মাশুল বাড়ানোর দাবি জানান। মহকুমাশাসক জানান, ঘাটগুলির বিষয়ে খোঁজ খবর করে মালিক পক্ষের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশাসনের সূত্রে খবর, ১৮-৫০ বছর বয়সের মধ্যে কর্মীদের বয়স হতে হবে। ফেরিঘাটের কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা, প্রশিক্ষণ, বিমা, পরিচয়পত্র ও পোশাক দেওয়া-সহ বিভিন্ন বিষয় জানান প্রশাসনের কর্তারা। মহকুমাশাসক বলেন, ‘‘জানুয়ারি মাসে ফেরিঘাটের কর্মীদের নিয়ে একটি শিবির করা হবে।’’

অন্য বিষয়গুলি:

Kalna municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE