Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অভিযুক্তকে সংবর্ধনা দিয়ে বিতর্কে মেয়র

সেই বাজোরিয়াকেই সংবর্ধনা দেওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ পুঁইতুণ্ডি বলেন, ‘‘একাধিক মামলায় অভিযুক্তকে সংবর্ধনা দিচ্ছেন মেয়র। এটা শহরের অপমান। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’

অভিযুক্তকে দেওয়া হচ্ছে সংবর্ধনা

অভিযুক্তকে দেওয়া হচ্ছে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫১
Share: Save:

তিনি রানিগঞ্জের পরিচিত মুখ। রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতিও। সেই ওমপ্রকাশ বাজোরিয়াকে আসানসোল পুরসভার মেয়রের সংবর্ধনা দেওয়াকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে শিল্পাঞ্চলে। বিরোধীদের অভিযোগ, ওমপ্রকাশের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা চলছে। এমন এক জনকে মেয়র সংবর্ধনা দিয়ে ঠিক করেননি।

গত ১৮ ফেব্রুয়ারি আসানসোলের নজরুল মঞ্চে স্থানীয় একটি পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, ওমপ্রকাশ-সহ আরও অনেকে। সেখানেই ওমপ্রকাশকে সংবর্ধনা দেন মেয়র। অপরাধের ঘটনায় অভিযুক্ত এক জনকে কেন সংবর্ধনা দেওয়া হল, সেই প্রশ্ন তুলে বুধবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠির কাছে মেয়রের বিরুদ্ধে নালিশ ঠুকেছে কংগ্রেস। বাম জমানায় আসানসোল শিল্পাঞ্চল এলাকার কয়লা-মাফিয়া বলে পরিচিত কালে সিংহ এক বার প্রকাশ্য মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ত্রাণ তহবিলের চেক তুলে দেওয়ায় প্রভূত বিতর্ক হয়েছিল। বুদ্ধবাবু শেষ পর্যন্ত ওই চেক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কালের নামে আসানসোল উত্তর থানায় একাধিক মামলা চলছিল এবং তিনি হাজিরা না দেওয়ায় সমনও জারি হয়েছিল। পরে তিনি গ্রেফতারও হন।

অভিযোগ আছে ওমপ্রকাশ বাজোরিয়ার নামেও। মাইথনের ফিটার লাইনের বাসিন্দা সঞ্জয় শর্মা ধানবাদে আদালতে অভিযোগ করেছেন, তাঁর মতো কয়েকশো যুবককে বাজোরিয়া ইসিএলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। বাজোরিয়া ঝাড়খণ্ডের চিরকুন্ডার একটি অর্থলগ্নি সংস্থার কর্তা ছিলেন। সেই সুবাদে পরিচিতি। রানিগঞ্জে বাজোরিয়ার অফিসে এই আর্থিক লেনদেন হয়েছে বলে সঞ্জয়ের দাবি। এই নিয়ে আজ, বৃহস্পতিবার ধানবাদে আদালতে সাক্ষ্য দেওয়ার কথা সঞ্জয়ের। চিরকুন্ডা থানা সূত্রেই জানা যাচ্ছে, রানিগঞ্জের একটি খুনের মামলার তদন্তের দাবিতে সরব হয়েছিলেন চিরকুন্ডার মুস্তাকিন সিদ্দিকি নামে এক ব্যক্তি। তিনি থানায় নিজের প্রাণনাশের আশঙ্কা করে বাজোরিয়া-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দু’টি ঘটনারই তদন্ত চলছে।

সেই বাজোরিয়াকেই সংবর্ধনা দেওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ পুঁইতুণ্ডি বলেন, ‘‘একাধিক মামলায় অভিযুক্তকে সংবর্ধনা দিচ্ছেন মেয়র। এটা শহরের অপমান। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’ বিজেপির মুখপাত্র প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘‘এটা অন্যায়, মানা যায় না। তদন্ত হোক।’’ সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘প্রতারক, মাফিয়াদের সঙ্গেই মেয়রের কারবার! তাদের দিয়েই ভোট করিয়েছেন। এখন সংবর্ধনা দিচ্ছেন। এ নতুন কী!’’

জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসন বলেন, ‘‘এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলব। দলের নীতি স্পষ্ট। দল দলের কাজ করবে, প্রশাসন তার কাজ করবে। প্রশাসনের কাজে হস্তক্ষেপ চলবে না।’’ মেয়র অবশ্য জানাচ্ছেন, অনুষ্ঠানে অতিথি হিসাবে তাঁকে ডাকা হয়েছিল। বলা হয়েছিল, বণিকসভার সভাপতিকে সংবর্ধিত করতে। তাঁর কথায়, ‘‘ কে কী, তাঁর অতীত কেমন, এ তো আমার পক্ষে জানা সম্ভব নয়! সেটা প্রশাসন দেখবে।’’ যাঁকে ঘিরে বিতর্ক, সেই ওমপ্রকাশের দাবি, ‘‘সব মিথ্যা অভিযোগ। এ ধরনের কাজ কোনওদিন করিনি। তবে, বিচারাধীন বিষয়ে এর বেশি বলব না।’’

অন্য বিষয়গুলি:

Reception
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE