Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Panchayat Member Renovating Road

নিজের ভাতাতেই রাস্তা সারাচ্ছেন পঞ্চায়েত সদস্য 

বৃহস্পতিবার এই এলাকায় গিয়ে দেখা গেল, রাস্তাটি খানাখন্দে ভরা। ইট ফেলে রাস্তাটি মেরামতির কাজ শুরু হয়েছে।

রাস্তার কাজ চলছে পূর্বস্থলীর জাহান্নগরে।

রাস্তার কাজ চলছে পূর্বস্থলীর জাহান্নগরে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৯:১৯
Share: Save:

খানাখন্দে ভরেছে রাস্তা। পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের ভাণ্ডারটিকুরি থেকে দ্বীপের মাঠ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বলে দাবি স্থানীয়দের। বার বার পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি। তাই নিজের সাম্মানিক অর্থ দিয়েই রাস্তা মেরামত করতে এগিয়ে এলেন বিজেপির টিকিটে নির্বাচিত স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপা সর্দার। তাঁর দাবি, রাস্তাটি গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতকে বহু বার জানিয়েও কাজ হয়নি। তাই নিজেই উদ্যোগী হয়েছেন তিনি।

বৃহস্পতিবার এই এলাকায় গিয়ে দেখা গেল, রাস্তাটি খানাখন্দে ভরা। ইট ফেলে রাস্তাটি মেরামতির কাজ শুরু হয়েছে। এলাকার বাসিন্দা খগেশ দাস, প্রদীপ নাগরা বলেন, “দীর্ঘ দিন ধরে রাস্তাটি খারাপ। বৃষ্টি হলে জল-কাদায় ভরে যায়। টোটো, ছোট যানবাহন গ্রামের ভিতরে ঢোকে না। রাস্তার বেহাল দশার কারণে বিপদে পড়তে হয় রোগী, প্রসূতিদের
নিয়ে।”

তাঁরা জানান, এই রাস্তা দিয়ে নবদ্বীপ স্টেশন, প্রাথমিক স্কুল, উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাজার-সহ নানা জায়গায় যাওয়া যায়। অথচ বহু বছর ধরে রাস্তাটি নিয়ে উদাসীন প্রশাসন।

পঞ্চায়েত সদস্য দীপা বলেন, “রাস্তাটি বেহাল হওয়ার কারণে মানুষের দুর্দশা চরমে উঠেছে। টোটো গ্রামে ঢোকে না। ছেলে মেয়েদের স্কুল যেতে কষ্ট হয়। বহু বার পঞ্চায়েত প্রধানকে বলে লাভ হয়নি। দীর্ঘ দিন ধরে এই এলাকায় আমি পঞ্চায়েত সদস্য। মানুষের কষ্ট দেখতে পাই। তাই নিজের সাম্মানিক অর্থ এবং জমানো কিছু অর্থ দিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।” পঞ্চায়েত প্রধান মৃনালকান্তি দেবনাথ জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Purbasthali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE