ডুবে মৃত্যু হয়েছে এক ফুটবলারের। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান শহরের বিধানপল্লির একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান নাজির শেখ (২১) নামে ওই তরুণ। প্রথম ডিভিশন ফুটবল লিগে নিয়মিত খেলতেন তিনি। তাঁর বাবা মুন্না শেখের দাবি, ছেলে সাঁতার জানত। ওর এভাবে মৃত্যু সন্দেহজনক। যদিও নাজিরের সঙ্গে থাকা বন্ধুদের দাবি, চেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই রেলপাড় লোকো কলোনির মাঠে ফুটবল প্র্যক্টিসে গিয়েছিল নাজির। তারপর ওই ওই পুকুরে স্নান করতে যান। শোলাপুকুর এলাকার বাসিন্দা নাজিরের প্রশিক্ষক গৌতম সরকারও জানান, ১০ টার পরে ও বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়। তারপরে ওই খবর মেলে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নাজিরের এক বন্ধুর দাবি, ‘‘ফুটবল খেলে আসায় দমে ঘাটতি ছিল। পুকুরের মাঝখানে অনেকটা গভীরে চলে গিয়েছিল ও। শ্বাস নিতে অসুবিধা হওয়াতেই আর ফিরতে পারেনি।’’ নাজিরের বাবা যদিও এ কথা মানতে নারাজ। তাঁর দাবি, ‘‘আমার ছেলে সাঁতার জানত। এ ভাবে ডুবে মারা যাবে ভাবতে পারছি না। এ নিয়ে অভিযোগ জানাব আমি।’’
জেলা ক্রীড়া সংস্থার এক কর্তা শঙ্কর ঘোষ বলেন, ‘‘মাঠে দাপিয়ে খেলত ছেলেটা। সকলের সঙ্গে ভাল ব্যবহারও করত। এই খবরে সবাই মর্মাহত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy