এ বার শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নতুন অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। —ফাইল চিত্র।
ওএমআর শিট নষ্টের পিছনে জড়িত রাজ্যের সিআইডি। সোমবার এমনই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বর্ধমানের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সেলিমের মন্তব্য, ‘‘বছর চারেক আগে সিআইডি নিয়োগ দুর্নীতিতে অয়নকে গ্রেফতার করেও ছেড়ে দেয়। এতেই প্রমাণিত হয় যে, সিআইডি জড়িত। তার ফলস্বরূপ রাজীব কুমার (কলকাতার প্রাক্তন নগরপাল) ভাল পোস্টিং পান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের বদান্যতায়।’’
নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। এই আবহে পূর্বতন বাম সরকারকে নিশানা করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আঙুল তুলেছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির চাকরি প্রক্রিয়া নিয়ে। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের পরিবারের লোকজনের ‘সুপারিশ’-এ চাকরি হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। মন্ত্রী উদয়ন গুহ তাঁর প্রয়াত বাবা কমল গুহের নাম নিয়ে দাবি করেছেন বাম আমলে চাকরি পাইয়ে দিতে দুর্নীতি হত। এই আবহে সেলিমের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ।
আবার উদয়নের মন্তব্যের প্রেক্ষিতে সিপিএমের রাজ্য সম্পাদকের কটাক্ষ, ‘‘হিন্দুশাস্ত্র মতে মৃত পিতার নামে গঙ্গায় গিয়ে পিণ্ড দান করা হয়। এটাই হিন্দু শাস্ত্রে নিয়ম আছে বলে আমার অন্তত জানা। কিন্তু এখানে ছেলে নিজের বাপের পিণ্ডি চটকাচ্ছে।’’ আবার দুর্নীতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দেব-সহ তৃণমূলের একাধিক নেতানেত্রীকে নিশানা করা প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘আজ (হিরণ) বিজেপিতে আছেন। আগামিকাল তৃণমূলে গিয়ে তাদের হয়ে কথা বলবেন।’’
পাশাপাশি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পের উদ্বোধন নিয়ে সেলিমের কটাক্ষ, ‘‘মমতা শুধু ভাঙতে পারেন, গড়তে জানেন না। সিঙ্গুরে শিল্পে পরিকাঠামো, বিল্ডিং বুলডোজ়ার দিয়ে ধ্বংস করেছেন। তার পর ওখানে অনেক কিছু হয়েছে। সর্ষেবীজ থেকে ‘হাব’— অনেক কিছু করার কথা উনি বলেছিলেন। কিন্তু কিছুই হয়নি।’’
সেলিমের এই মন্তব্য নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘সিপিএম এখন দিকশূন্য। তাই সিপিএম নেতারা এই সব ভুল বকছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy