Advertisement
০২ নভেম্বর ২০২৪

পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ কাটোয়োয়

সবার মত না নিয়ে অস্থায়ী কর্মী নিয়োগ, অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া-সহ বেশ কয়েকটি অভিযোগ উঠল কাটোয়ার পুরসভার বৈঠকে।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

সবার মত না নিয়ে অস্থায়ী কর্মী নিয়োগ, অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া-সহ বেশ কয়েকটি অভিযোগ উঠল কাটোয়ার পুরসভার বৈঠকে।

সোমবার পুরসভার বৈঠকে ১৩জন কাউন্সিলর পুরপ্রধান অমর রামের বিরুদ্ধে এই অভিযোগগুলি জানান। এই ১৩ জন কাউন্সিলর বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁদের অভিযোগ, সব কাউন্সিলরের মত না নিয়ে পুরসভায় অস্থায়ী কর্মী নিয়েগ করা হয়েছে। ঠিকাদারদের বকেয়া মেটানো হচ্ছে না। বিভিন্ন রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ জানান তাঁরা।

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মণ্ডলের অভিযোগ, তাঁর এলাকায় সার্কাস ময়দায়ে অবৈধ ভাবে একটি তিন তলা বাড়ি নির্মাণ করা হয়েছে। পুরসভায় বেশ কয়েক বার জানানোর পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। রবীন্দ্রনাথবাবুর দাবি, দেড় মাস আগে পুরসভার বৈঠকে একাধিক বিষয়ে অভিযোগ জানানো হলেও ফল মেলেনি। সে জন্যই এ দিন বিরোধিতা করা হয়েছে।

কাটোয়ার পুরপ্রধান অমরবাবু জানান, আগের বৈঠকের প্রস্তাবগুলি রেগুলেশন কপিতে তোলা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস তাঁর।

অন্য বিষয়গুলি:

municipality chairman Complaint
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE