পুরসভার ওয়েবসাইট। নিজস্ব চিত্র
প্রশাসক বসার পরে কেটে গিয়েছে পাঁচ দিন। কিন্তু ওয়েবসাইট এখনও বলছে, বর্ধমানের পুরপ্রধান পদে রয়েছেন তৃণমূলের স্বরূপ দত্ত। পুরসভার ওয়েবসাইটে বক্তব্য ও ছবি-সহ রয়ে গিয়েছেন বিদায়ী পুরপ্রধান তথা প্রবীণ শিশু চিকিৎসক স্বরূপবাবু।
২২ অক্টোবর পুরসভার বোর্ডের মেয়াদ ফুরিয়েছে। পুজোর ছুটি থাকায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে পারেননি মহকুমাশাসক (বর্ধমান উত্তর) পুষ্পেন্দু সরকার। গত শুক্রবার তিনি পুরসভার দায়িত্ব নিয়েছেন। পুরভোট না হওয়া পর্যন্ত তিনিই বর্ধমান শহরের ‘অভিভাবক’। ‘আপডেট’ না হওয়ায় প্রশাসক-বিষয়ে নতুন কোনও তথ্য বর্ধমান পুরসভার ওয়েবসাইটে নেই। এ নিয়ে প্রাক্তন পুরপ্রধান বলেন, “আমি কী করতে পারি? বড়জোর পুর প্রশাসনকে বিষয়টি অবগত করতে পারি।’’
বর্ধমান পুরসভার ওয়েবসাইট নিয়মিত ‘আপডেট’ না হওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৩ সালের অক্টোবরে সিপিএমের হাত থেকে পুরসভা দখল করে তৃণমূল। আইনুল হকের জায়গায় পুরপ্রধান পদে বসেন স্বরূপবাবু। এই তথ্য পুরসভার ওয়েবসাইটে উঠে আসে ১৫ মাস পরে। শহরের বাসিন্দা থেকে প্রবাসীদের ক্ষোভ, তথ্যপ্রযুক্তির যুগে ওয়েবসাইটে দিনের পর দিন ভুল তথ্য রয়ে যাওয়া কাম্য নয়। তাতে ভুল বার্তা পৌঁছয়। সম্প্রতি বর্ধমান জেলা পরিষদে শম্পা ধারা সভাধিপতি হওয়ার পরেও ওয়েবসাইটে দেবু টুডুর নাম জ্বলজ্বল করছিল।
বর্ধমানের পুরসচিব জয়রঞ্জন সেন বলেন, ‘‘প্রশাসক দায়িত্ব নেওয়ার পরেই ‘অ্যাডমিনিস্ট্রেশন’-এ মহকুমাশাসক (বর্ধমান উত্তর)-র নাম দেওয়া হয়েছিল। চেয়ারম্যান-ইন-কাউন্সিলরদের নাম মুছে দেওয়া হয়। কিন্তু ওয়েবসাইটের প্রথম পাতায় ছবি-সহ পুরপ্রধান হিসেবে স্বরূপবাবুর নাম রয়ে গিয়েছে। কোনও কারণে অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy