নারদ কাণ্ডে সিবিআই গত রবিবার এফআইআর করলেও সোমবার বিকেল পর্যন্ত কাকপক্ষীতেও তা টের পায়নি। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে শাসক দলে এখন কৌতূহল এবং উৎকণ্ঠা দুই-ই রয়েছে। এই পরিস্থিতিতে নারদ অভিযুক্তদের এক সঙ্গে পা ফেলারই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, নেত্রী জানিয়ে দিয়েছেন মামলা থেকে রেহাই পেতে কেউ যেন পৃথক ভাবে পথ খোঁজা শুরু না করেন। বরং অভিযুক্ত বারো জন নিজেদের মধ্যে আলোচনা করেই যেন যা করার করেন। মমতার নির্দেশ পাওয়ার পর আজ বুধবার অভিযুক্তদের বৈঠকে ডেকেছেন মুকুল রায়। প্রসঙ্গত, এফআইআর-এ মুকুলবাবুর নামও রয়েছে। দলের একাংশের মতে, অভিযুক্তরা পৃথক ভাবে নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লে, দলের স্বার্থের কথা নাও ভাবতে পারেন। তাই তাঁদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন মমতা। মুকুলবাবু পোড় খাওয়া নেতা। সঙ্কটের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারেন। তাই তাঁকে বৈঠক ডাকতে বলেছেন নেত্রী।
আরও পড়ুন:মমতার সামনে কান্নায় ভেঙে পড়লেন সুদীপ
প্রশ্ন হল, ঐক্যবদ্ধ হয়ে কী ভাবে মোকাবিলার রাস্তা খুঁজবেন মুকুলবাবুরা? অনেক অভিযুক্তের বক্তব্য, নারদ মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সিবিআই এফআইআর করলে আদালতে তা চ্যালেঞ্জ করা যাবে। সম্ভবত সেটাই করা হবে। এ বিষয়ে আজ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিযুক্তরা। তবে এ বার দলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নাও নিতে পারেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy