Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Alapan Bandyopadhyay

আলাপন বৈঠক ছেড়ে বেরিয়ে যাননি, বরং মুখ্যমন্ত্রীকেই অপেক্ষা করিয়ে রাখা হয়: চন্দ্রিমা

আলাপনকে নিয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। দুপুরে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা।

আলাপন বন্দ্য়োপাধ্য়ায় এবং চন্দ্রিমা মুখোপাধ্যায়।

আলাপন বন্দ্য়োপাধ্য়ায় এবং চন্দ্রিমা মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৫:০৯
Share: Save:

কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। তবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেদিন প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে বেরিয়ে যাননি। সোমবার রাজ্য জানিয়েছে, মুখ্যসচিবকে যদি সেই কারণেই দিল্লিতে তলব করে থাকে কেন্দ্র, তবে তা অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’। কারণ, কলাইকুন্ডায় আদতে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতাকেই। দেখা করার সময় দিয়েও তাঁকে বসিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের তরফে সোমবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় প্রধানমন্ত্রীর তরফে মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ একেবারেই কাম্য নয়।

আলাপনকে যে দিল্লিতে কর্মিবর্গ মন্ত্রকে যোগ দেওয়ার জন্য ছাড়া হচ্ছে না, তা জানিয়ে এবং পাশাপাশিই তাঁকে দিল্লিতে বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে সোমবার সকালেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। পরে দুপুরে সেই চিঠি নিয়েই একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা। বৈঠকে রাজ্যের অবস্থান স্পষ্ট করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘মুখ্যসচিবকে এভাবে ডেকে পাঠিয়ে কি আইনসম্মত কাজ করেছে কেন্দ্র।’’ এ ব্যাপারে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের একটি মন্তব্যেরও উল্লেখ করেছেন চন্দ্রিমা। বলেছেন, ‘‘আইনমন্ত্রী বলেছেন, মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন।’’ চন্দ্রিমার প্রশ্ন, ‘‘ওয়াক আউটের প্রশ্ন কোথা থেকে আসছে? মুখ্যসচিব তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। বরং মুখ্যমন্ত্রীকেই বসিয়ে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক তো হয়ইনি। উল্টে তাঁকে বাইরে বসিয়ে রেখে ভিতরে বিজেপি-র বৈঠক করেছেন মোদী। এটা বাংলার মানুষের অপমান। আসলে বাংলাকে অপমান করেছেন ওঁরা।’’

আলাপনকে দিল্লিতে ডেকে পাঠানো প্রসঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির প্রসঙ্গ তুলে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমার বরং প্রশ্ন, ‘‘বাংলার মানুষ ওদের ওয়াক আউট করিয়ে দিয়েছে বলেই কি এই চক্রান্ত!’’ সোমবার সকালে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা প্রশ্ন করেছিলেন, কলাইকুন্ডার বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে কেন আলাপনকে বদলির নির্দেশ দেওয়া হল? প্রধানমন্ত্রীর বৈঠকই কি এর কারণ? যদি তা-ই হয়ে থাকে, তবে তা খুবই দুর্ভাগ্যজনক। পরে চন্দ্রিমাও বলেন, ‘‘আইপিএস বা আইএসএস অফিসারদের কোন আইনে নিয়ন্ত্রণ করা হয়, তা মুখ্যমন্ত্রী ভাল ভাবেই জানেন। আইন জেনেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Narendra Modi Mamata Bandyopadhyay Alapan Bandyopadhyay Alapan Bandopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy