Advertisement
৩০ অক্টোবর ২০২৪

স্বাধীনতা দিবসে মুক্তি পাবেন রাজ্যের ২৫ বন্দি

কয়েক দিন আগে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে স্থির হয়, বয়স্ক, মহিলা, রূপান্তরিত, প্রতিবন্ধী এবং অসুস্থ বন্দি— যাঁরা মেয়াদের অর্ধেক পূর্ণ করেছেন, প্রথম দফায় তাঁদের কয়েক জন ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে মুক্তি পাবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৩৫
Share: Save:

এ বার স্বাধীনতা দিবসে মুক্তির স্বাদ পেতে চলেছেন রাজ্যের ২৫ জন বন্দি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কোনও বন্দি অবশ্য এই তালিকায় নেই। যাঁদের কারাদণ্ডের মেয়াদ সুনির্দিষ্ট, তাঁদেরই ২৫ জন এই তালিকার অন্তর্ভুক্ত হবেন বলে কারা দফতর সূত্রের খবর।

কয়েক দিন আগে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে স্থির হয়, বয়স্ক, মহিলা, রূপান্তরিত, প্রতিবন্ধী এবং অসুস্থ বন্দি— যাঁরা মেয়াদের অর্ধেক পূর্ণ করেছেন, প্রথম দফায় তাঁদের কয়েক জন ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে মুক্তি পাবেন। তার আগেই, ১৫ অগস্ট ২৫ জন বন্দিকে মুক্তি দিতে চলেছে রাজ্যের কারা দফতর। বয়স্ক, সাংস্কৃতিক কাজকর্মে পারদর্শী ২৫ জন বন্দিকে মুক্তি দেবে কারা দফতর। কয়েক দিনের মধ্যে সেই তালিকা তৈরি হয়ে যাবে। বাছাইয়ে বন্দিদের আচার-আচরণই গুরুত্ব পাচ্ছে। কারা দফতরের বন্দি মুক্তি কমিটি এবং যে-আদালত সংশ্লিষ্ট বন্দিকে সাজা দিয়েছে, সেখান থেকে অনুমতি নিচ্ছে কারা দফতর।

বুধবার ৩৮ জন বন্দিকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়েছে। আরও ২৫ জনকে ১৫ অগস্ট সেখানে পাঠানো হবে। রাজ্যে মুক্ত সংশোধনাগার রয়েছে রায়গঞ্জ, লালগোলা, দুর্গাপুর ও মেদিনীপুরে।

অন্য বিষয়গুলি:

Jail Inmate Independence day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE