বক্তা যখন অভিষেক। —নিজস্ব চিত্র।
গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে উন্নয়নের কাজে হাত লাগানোর জন্য দলীয় কর্মীদের পরামর্শ দিলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফলতার সহরার হাটে এক কর্মিসভায় এ জন্য স্থানীয় নেতা-কর্মীদের পনেরো দিন সময় দিয়েছেন তিনি। নিজেদের মধ্যে যেন আর ঝগড়াঝাটি না হয়, সে জন্য বক্তব্যর শেষে মঞ্চে সভায় উপস্থিত সকলকে হাত তুলিয়ে শপথ নেওয়ান অভিষেক।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি মানবেন্দ্র মণ্ডল এবং ফলতা ব্লক তৃণমূল সভাপতি ভক্তরাম মণ্ডলের মধ্যে আকচা-আকচি জেলা রাজনীতিতে কার্যত সর্বজনবিদিত। কিন্তু তার জেরে এলাকায় উন্নয়নের নানা কাজ ব্যাহত হচ্ছে বলে দলেরই একটি সূত্রে অভিযোগ করা হচ্ছে। এ দিন দলের দুই নেতাই হাজির ছিলেন কর্মিসভায়। তাঁদের দু’জনকে পাশাপাশি বসিয়েই অভিষেক বলেন, “দলের মধ্যে ভুল বোঝাবুঝি মেটান। পনেরো দিন সময় দিলাম, কোথায় কোথায় রাস্তা খারাপ খুঁজে বের করে সারানোর ব্যবস্থা করুন। তা না হলে ফলতার মানুষ আপনাদের থেকে মুখ ফেরাবেন।” তৃণমূলের একাংশের অভিযোগ, ওই সমস্ত দ্বন্দ্বের জেরেই কাজে দেরি হচ্ছে নানা জায়গায়। ভাদুরা থেকে ২৪৬ মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ। দু’টি গুরুত্বপূর্ণ রুটের বাস ছাড়াও ৪টি রুটের অটো ফলতা শিল্পাঞ্চলে যাওয়ার জন্য ওই রাস্তা ব্যবহার করে। দলের একটি সূত্রের মতে, এ রকম আরও যে কটি রাস্তা ব্লকে খারাপ রয়েছে, সেগুলির দিকে ইঙ্গিত করেই কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন অভিষেক। বিজেপির নাম না করলেও দলের গোষ্ঠীকোন্দলের জেরে কোনও ‘তৃতীয় পক্ষ’ যাতে বাড়তি সুবিধা না পেয়ে যায়, সে প্রসঙ্গ মনে করিয়ে দেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তিনিও বলেন, “অসুবিধা হলে অফিসের মধ্যে এসে আলোচনা করুন। কিন্তু দলের ঝামেলা রাস্তায় নিয়ে ফেলবেন না। এতে তৃতীয় পক্ষ সুবিধা পেয়ে যাবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy