—প্রতীকী ছবি
শনিবার এক অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করার পাশাপাশি দু’জন অপহরণকারীকে গ্রেফতার করল বনগাঁ রেলপুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু মণ্ডল ও রামিজ রাজা বিশ্বাস। রামিজ মুর্শিদাবাদের ত্রিমোহনী এলাকার বাসিন্দা। রাজুর বাড়ি নদিয়ার শান্তিপুরে। বনগাঁ আদালতের আইনজীবী অসীম দে জানান, ‘‘রাজু একজন পুলিশকর্মী। রবিবার ধৃতদের বনগাঁ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রেল পুলিশ।’’
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশন থেকে আশিক সর্দার নামে এক বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে যায় জনা কয়েক দুষ্কৃতী। আশিকের এক আত্মীয় রেলপুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে, আশিককে নদিয়ার কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে কৃষ্ণনগরের সেই গোপন ডেরা থেকে আশিককে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে রাজু ও রামিজকেও গ্রেফতার করে রেল পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আশিক বাংলাদেশি। সাতক্ষিরার বাসিন্দা। জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে সে বিদেশে গিয়েছিল। রেল পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধেও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy