অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। নিজস্ব চিত্র।
বিরোধীরা অশান্তি করতে এলে তাদের ‘রাম দাওয়াই’ দেওয়ার নিদান দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। রবিবার অশোকনগরে তৃণমূল আয়োজিত এক রক্তদান শিবিরে গিয়েছিলেন নারায়ণ। সেখানে তিনি মন্তব্য করেন, ‘‘বাংলায় শান্তি থাকবে। অশোকনগরে শান্তি থাকবে। যারা অশান্তি করার চেষ্টা করবে তাদের রাম দাওয়াই দেওয়া হবে। হম কিসি সে কম নেহি, রাম দাওয়াই চলবে।’’
শুধু বিরোধীদের নয়, দলের মধ্যেও কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না বলেও মন্তব্য করেন নারায়ণ। তিনি বলেন, ‘‘তৃণমূলে বেশির ভাগই ভাল লোক। শুধু দু’এক জন আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করছেন, এত অর্থাভাবের মধ্যেও রাজ্যের উন্নয়ন করছেন, আর দু’এক জন লোক এক বালতি দুধে গো-চোনা ফেলে দেবেন, আমরা তা মেনে নেব না। দলে থাকলে মানুষের জন্য কাজ করতে হবে। জনসংযোগহীন নেতাদের স্থান নেই তৃণমূলে।’’
পুরভোট নিয়েও রবিবার মন্তব্য করেন নারায়ণ। তিনি জানান, পুরসভার টিকিট পাওয়ার জন্য কোনও নেতার কাছে তদ্বির করে লাভ নেই। মানুষের রিপোর্ট কার্ডই শেষ কথা। সেই রিপোর্ট কার্ড লেখা শুরু হয়ে গিয়েছে। মানুষের জন্য কাজ করলে তবেই টিকিট পাওয়া যাবে।
তবে নারায়ণের রাম ধোলাই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। স্থানীয় সিপিএম নেতা সত্যসেবী কর বলেন, ‘‘উনি আসলে অশোকনগরের মানুষ নন। বাইরে থেকে এসে বিধায়ক হয়েছেন। তাই অশোকনগরের মানুষের সংস্কৃতি সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই। হঠাৎ করে এত রাগের কারণ কী তা বোঝা গেল না। এটা আসলে রাজনীতির ভাষা নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy