Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Classical Music

Shilpayan Studio Theatre: অবরুদ্ধ সময়েও শাস্ত্রীয় সঙ্গীতের সফল অনুষ্ঠান, অভিভূত শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটার

সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে বহু অনুষ্ঠানই বাতিল হয়ে যাচ্ছে। দর্শক নেই। এই পরিস্থিতিতেও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল গোবরডাঙায়।

দৃষ্টান্ত স্থাপন করল গোবরডাঙা শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটার।

দৃষ্টান্ত স্থাপন করল গোবরডাঙা শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গোবরডাঙা  শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ২২:৫৩
Share: Save:

গ্রাম-মফস্‌সলের মাচা থেকে শহরের কনসার্ট সবই প্রায় বন্ধ। সুরের মূর্ছনাও এখন আর তেমন ভেসে আসে না শহরের রেকর্ডিং স্টুডিয়োগুলি থেকে। বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা অতিমারির সাম্প্রতিক স্ফীতি এবং লাগাতার বিধিনিষেধের জেরে গত দেড় বছর ধরে বাংলা গানের জগৎ যখন কার্যত মুখ খুবড়ে পড়েছে, সেই সময় কোভিডবিধি মেনেই শাস্ত্রীয় সঙ্গীতের সফল অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করল গোবরডাঙা শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটার।

সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে বহু অনুষ্ঠানই বাতিল হয়ে যাচ্ছে। দর্শক নেই। এই পরিস্থিতিতেও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল গোবরডাঙায়। বিধিনিষেধ মানতে গিয়েই কিছু দর্শককে ফিরিয়ে দিতে হল উদ্যোক্তাদের। একে সদর্থক দৃষ্টান্ত বলেই মনে করছেন শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটারের কর্ণধার আশিস চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, ‘‘কোভিড কবে আসবে, কবে যাবে, এখন আর সেটা বোধহয় কারও পক্ষেই বলা সম্ভব নয়। তাই আতঙ্কিত না হয়ে আমরা যদি আরও সচেতন হয়ে উঠি, তা হলেই বোধহয় আর ঘরে বসে থাকতে হয় না। আজ স্টুডিয়ো থিয়েটারে হলভর্তি মাস্ক পরা দর্শক দেখে আমার তাই মনে হল।’’

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

অতিমারির আবহে স্তব্ধ জনজীবনকে ছন্দে ফেরানো মোটেই সহজ কাজ নয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে করোনা-আতঙ্কে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেও, করোনা-উত্তর পৃথিবী ‘স্বাভাবিক’-এর সংজ্ঞা পালটে দিয়েছে। এমন সময় সঙ্গীতানুরাগের প্রতি আস্থা রেখেই পঞ্চাশ শতাংশ দর্শক নিয়েই অনুষ্ঠান করেছে গোবরডাঙা শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটার। আগামী দিনেও যদি এই ভাবেই অনুষ্ঠান করা যায়, তা হলে হয়তো মানুষ তা দেখতে আসবেন, শনিবারের অনুষ্ঠানের পর আশাবাদী আশিস।

রফিউদ্দিন নামে এক দর্শকও বললেন, ‘‘আজ এখানে দর্শক সমাগম দেখে আমি খুব উৎসাহ পাচ্ছি। চার দিকে সব কিছু যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন গোবরডাঙা স্টুডিয়ো থিয়েটার সাহস দেখাল। এখানে সবাই কোভিডবিধি মেনে চলছেন দেখে খুব ভাল লাগল।’’

অন্য বিষয়গুলি:

Classical Music South 24 Pargana covid 19 india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy