Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়াল ঘোলা থানার সামনে। পথ অবরোধ, পুলিশের তাড়া, সব মিলিয়ে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকল ঘোলা রোডে। গ্রেফতার করা হয়েছে মোট এগারো জনকে। পুলিশ জানায়, এ দিন সকালে ঘোলা মুখার্জিপাড়ার বাসিন্দা সোমা ঘোষ প্রামাণিকের (২৫) দেহ উদ্ধার হয় তাঁর শ্বশুর বাড়ি থেকে।

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০২:২৪
Share: Save:

গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা, ধৃত ১১

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়াল ঘোলা থানার সামনে। পথ অবরোধ, পুলিশের তাড়া, সব মিলিয়ে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকল ঘোলা রোডে। গ্রেফতার করা হয়েছে মোট এগারো জনকে। পুলিশ জানায়, এ দিন সকালে ঘোলা মুখার্জিপাড়ার বাসিন্দা সোমা ঘোষ প্রামাণিকের (২৫) দেহ উদ্ধার হয় তাঁর শ্বশুর বাড়ি থেকে। প্রতিবেশীদেরই একাংশ অভিযোগ করেন, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই বধূকে খুন করা হয়েছে। মৃতার বাপেরবাড়ির আত্মীয়রা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই বধূর উপর নির্যাতন চলত। ইদানীং বাপের বাড়িতে যোগাযোগ করলেও মারধর করা হত। অভিযোগের ভিত্তিতে সোমার স্বামী বিজয় প্রামাণিক, শ্বশুর নারায়ণ প্রামাণিক ও শাশুড়ি উষা প্রামাণিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে ঘোলা থানার সামনে পথ আটকে বিক্ষোভ শুরু হয়। তাদের জনতার হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। পুলিশ বোঝানোর চেষ্টা করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে পুলিশকে লক্ষ করেই কটূক্তি শুরু হয়। অভিযোগ, পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা হয়। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান সি সুধাকর বলেন, “উত্তেজনা ছড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১১ জন গ্রেফতার হয়েছেন। বিক্ষোভে সাময়িক যানজট হলেও গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।”

তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, কীটনাশক খেলেন তরুণ

নিজস্ব সংবাদদাতা • মগরাহাট

গলায় ওড়নার ফাঁস দেওয়া এক কিশোরীর দেহ উদ্ধার হল। কিছু ক্ষণের মধ্যেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল ওই কিশোরীর পরিচিত এক তরুণ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মগরাঘাট থানার রাজাপুর গ্রামে। বিষ্ণু কর নামে গুরুতর অসুস্থ ওই তরুণকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গ্রামেরই বাসিন্দা আরিফা খাতুন (১৫) নামে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ দিন সকালে বিষ্ণু মাঠে কাজ করা সময় আরিফা তার সঙ্গে দেখা করতে যায়। তারপরেই মাঠ থেকে কিছু দূরে আমগাছে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় আরিফা। এই ঘটনা জানার পরেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বিষ্ণু। তবে তাঁদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

সিরিয়ালের অনুকরণ করতে গিয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ

টিভি সিরিয়ালের অনুকরণ করে বোনকে দেখাতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার দাসপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম শুকদেব দাস (৭)। সে স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর ২টো নাগাদ বোন টুম্পাকে নিয়ে শুকদেব ঘরের মধ্যে খেলছিল। তাদের মা কিছুটা দূরে ঘরের কাজ সারছিলেন। আচমকা টুম্পার চিৎকারে তিনি ছুটে আসেন। দেখেন, জানালায় গলায় গামছার ফাঁস লাগিয়ে শুকদেব ঝুলছে। তাড়াতাড়ি তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টিভি সিরিয়ালের কোনও এক দৃশ্যকে অনুকরণ করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।

আজ সন্দেশখালিতে আসার কথা মুকুলের

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

আজ, শনিবার সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুল মাঠে সভা করতে আসার কথা তৃণমূল নেতা মুকুল রায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি-সহ বেশ কিছু তৃণমূল নেতার। গত সপ্তাহে এই মাঠে সভা করেছিলেন সিপিএমের গৌতম দেব। গত ২৮ মে স্থানীয় হালদারঘেড়ি এলাকায় বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। তাতে কয়েক জন বিজেপি সমর্থক ছররা গুলিতে আহত হন। তার জেরে পরের দিনই বসিরহাট বন্ধের ডাক দেয় জেলা বিজেপি ও সিপিএম। ৩১ তারিখ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে দেখেন। ওই দিন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একটি প্রতিনিধি দলের হালদারঘেড়ি ঘুরে দেখা ও সরবেড়িয়ায় সভা করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিচার করে ওই সভা বাতিল করে তৃণমূল।

এটিএম থেকে টাকা হাতাল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

সার্ভিস সেন্টারের লোক সেজে ফোন করে পিন নম্বর জেনে নিয়ে এটিএম কার্ডের মাধ্যমে এক ব্যাক্তির টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিঠাখালিতে। পুলিশ জানায়, সুপেন সর্দার নামে মিঠাখালি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেতন অ্যাকউন্ট আছে। শুক্রবার সকালে ৯টা নাগাদ তাঁর কাছে একটি ফোন আসে এটিএম সার্ভিস সেন্টারের নাম করে। তিনি বিন্দুমাত্র সন্দেহ না করে তাঁর এটিএম-সংক্রান্ত যাবতীয় তথ্য বলে দেন। তারপর তাঁর মোবাইলে এসএমএস আসে, তাঁর ব্যাঙ্ক থেকে ন’দফায় ৩৪,৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনাটি তিনি স্কুলের প্রধান শিক্ষককে জানান। পরে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন। কিন্তু এই ঘটনা নতুন নয়। এর আগেও ক্যানিংয়ের দুই শিক্ষকের টাকা এ ভাবেই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছিল। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্লীলতাহানির চেষ্টা

নিজস্ব সংবাদদাতা • উস্তি

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল ডায়মন্ড হারবার আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উস্তিতে। মহিলার অভিযোগ, গত বুধবার ওই মহিলাকে নিজের চেম্বারে একা পেয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করেন ওই আইনজীবী। ওই দিনই থানায় অভিযোগ করেন তিনি।

উদ্ধার হল পাঁচটি বোমা, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা • হাবরা

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর রাতে হানা দিয়ে বাণীপুর শ্মাশান থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও জামসেদ গাজি। তাদের বাড়ি বাণীপুর ও হরিণঘাটায়। ধৃতদের থেকে পাঁচটি বোমা ও একটি হাঁসুয়াও উদ্ধার করা হয়েছে। তারা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল।

পরিচয়পত্র রাখতে হবে আইনজীবীদের

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

নির্দিষ্ট কালো ইউনিফর্ম ও সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কাজ করতে হবে আইনজীবীদের, অন্যথায় তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল বনগাঁ আদালতের ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-সহ আইনজীবীদের চারটি সংগঠন। তার স্বপক্ষে শুক্রবার বনগাঁ আদালত চত্বরে মিছিল করে এসইজেএম মুন চক্রবর্তীর কাছে স্মারকলিপি জমা দেন।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy