লগ্নিকারীরা চেয়েছিলেন সিবিআই তদন্ত। কলকাতা হাইকোর্ট জানাল, বেআইনি অর্থ লগ্নি সংস্থা মঙ্গলমে অনিয়মের তদন্ত করবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। বিচারপতি নাদিরা পাথেরিয়া মঙ্গলবার নির্দেশ দেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই তদন্তের কাজ পুরোদমে শুরু করতে হবে। প্রয়োজনে হাইকোর্ট নিযুক্ত স্পেশ্যাল অফিসারেরও সহায়তা নিতে পারবে এসএফআইও।
মঙ্গলম-কর্তৃপক্ষ হাইকোর্টে জানিয়েছিলেন, তাঁদের সংস্থা রুগ্ণ হয়ে পড়েছে। তাই তাঁরা সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা মিটিয়ে দিতে চান। এই ব্যাপারে আদালতের অনুমতিও চায় মঙ্গলম। আমানতকারীদের তরফে বলা হয়, মঙ্গলম যদি সম্পত্তি বিক্রির অনুমতি পায়, তা হলে লগ্নিকারীরা কোনও অর্থই ফেরত পাবেন না। সম্পত্তি বিক্রি করে ওই টাকা সরিয়ে ফেলা হবে। পরে মঙ্গলমের সম্পত্তি বিক্রির আর্জি খারিজ করে দেন বিচারপতি।
সুপ্রিম কোর্ট সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তের ভার দিয়েছে সিবিআই-কে। মঙ্গলমের ক্ষেত্রেও সিবিআই তদন্তের দাবি জানান আমানতকারীরা। মঙ্গলমের পক্ষ থেকে অবশ্য সিবিআই তদন্তের ব্যাপারে তাদের আপত্তির কথা আদালতে জানানো হয়। এ দিন শুনানিতে বিচারপতি জানতে চান, সিবিআই এই তদন্তে দায়িত্ব নিতে রাজি কি না? সিবিআইয়ের আইনজীবী আসরাফ আলি আদালতে জানান, সিবিআই-কে তদন্তের দায়িত্ব দিলে তাঁদের আপত্তি নেই। তবে সে-ক্ষেত্রে রাজ্য সরকারকে পুলিশ ও গাড়ি দিয়ে সহযোগিতা করতে হবে।
এ দিন সকাল থেকেই মঙ্গলমের আর্থিক অনিয়মের তদন্তভার নিয়ে আলোচনা শুরু হয়। সুুপ্রিম কোর্ট ইতিমধ্যেই শুধু সারদা নয়, আরও ৪৩টি বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে সিবিআই-কে তদন্তের দায়িত্ব দিয়েছে। সিবিআই আরও দু’টি বেসরকারি লগ্নি সংস্থার তছরুপের তদন্তের দায়িত্ব নিতে পারবে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy