Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
venue

Celebrity Weddings: দুর্গম লেক বা বিশাল দুর্গ! একান্তে বিয়ে সেরে ফেলার সেরা গন্তব্য চেনাচ্ছেন খ্যাতনামীরা

এখন বিয়ের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তারকাদের বিয়ের মণ্ডপের মতন সাজসজ্জার দিকেও। আমাদের চোখে লেগে থাকে তারকাদের বিয়ের প্রাঙ্গণও।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৪:৪৯
Share: Save:
০১ ১৩
প্রচারের আলো থেকে একে অপরকে বাঁচিয়ে একান্তে বিয়ে সেরে ফেলাই এখন খ্যাতনামীদের মধ্যে জনপ্রিয়। এই ধারা শুরু করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সপরিবারে ইটালি উড়ে গিয়ে বিয়ে করে সেই ছবি যুগলে পোস্ট করেছিলেন টুইটারে। চমকে গিয়েছিল গোটা দুনিয়া।

প্রচারের আলো থেকে একে অপরকে বাঁচিয়ে একান্তে বিয়ে সেরে ফেলাই এখন খ্যাতনামীদের মধ্যে জনপ্রিয়। এই ধারা শুরু করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সপরিবারে ইটালি উড়ে গিয়ে বিয়ে করে সেই ছবি যুগলে পোস্ট করেছিলেন টুইটারে। চমকে গিয়েছিল গোটা দুনিয়া।

০২ ১৩
তার পর থেকে অনেকেই তাঁদের অনুসরণ করেছেন। চুপচাপ নিকট আত্মীয় এবং প্রিয় বন্ধুদের নিয়ে কোনও দুর্গম জায়গায় বিলাসবহুল দুর্গে বা রিসর্টে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন বলিউডের একের পর এক খ্যাতনামী-জুটি।

তার পর থেকে অনেকেই তাঁদের অনুসরণ করেছেন। চুপচাপ নিকট আত্মীয় এবং প্রিয় বন্ধুদের নিয়ে কোনও দুর্গম জায়গায় বিলাসবহুল দুর্গে বা রিসর্টে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন বলিউডের একের পর এক খ্যাতনামী-জুটি।

০৩ ১৩
 সাধারণ মানুষের কাছে এই সব গন্তব্যই স্বপ্নের রাজ্যের মতো। সেই খরচ করে বিয়ে করার সৌভাগ্য খুব বেশি সংখ্যার মানুষের এখনও নেই। কিন্তু এই বিভিন্ন জায়গার মণ্ডপসজ্জা দেখে আপনি ছোট ছোট ভাবনা তুলে নিজের বিয়ের মণ্ডপ সাজাতেই পারেন। নিজের বিয়েবাড়ির বাগানে কিছু মঞ্চ তৈরি হতেই পারেই প্রিয় অভিনেত্রীর মণ্ডপসজ্জার আদলে।

সাধারণ মানুষের কাছে এই সব গন্তব্যই স্বপ্নের রাজ্যের মতো। সেই খরচ করে বিয়ে করার সৌভাগ্য খুব বেশি সংখ্যার মানুষের এখনও নেই। কিন্তু এই বিভিন্ন জায়গার মণ্ডপসজ্জা দেখে আপনি ছোট ছোট ভাবনা তুলে নিজের বিয়ের মণ্ডপ সাজাতেই পারেন। নিজের বিয়েবাড়ির বাগানে কিছু মঞ্চ তৈরি হতেই পারেই প্রিয় অভিনেত্রীর মণ্ডপসজ্জার আদলে।

০৪ ১৩
বিরাট-অনুষ্কা: অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিবাহের থিমের জন্য যে রংগুলি বাছাই করা হয়েছিল, তা হল হাল্কা গোলাপি এবং সাদা। ইতালির এক বিখ্যাত ভিলাতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল সম্পূর্ণ ভারতীয় রীতি-নীতি ও সাজসজ্জা মেনে।

বিরাট-অনুষ্কা: অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিবাহের থিমের জন্য যে রংগুলি বাছাই করা হয়েছিল, তা হল হাল্কা গোলাপি এবং সাদা। ইতালির এক বিখ্যাত ভিলাতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল সম্পূর্ণ ভারতীয় রীতি-নীতি ও সাজসজ্জা মেনে।

০৫ ১৩
মূল অনুষ্ঠানের জন্য ল্যাভেন্ডার, হাল্কা গোলাপি এবং পাউডার নীল রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছিল। খোলা জায়গায় ফুল, কাচের লন্ঠনে ঝোলানো সাদা মোমবাতি, ফুলের তৈরি ছাউনি, ইত্যাদির মিশেলে বিয়ের মণ্ডপকে করে তুলেছিল অত্যন্ত নান্দনিক।

মূল অনুষ্ঠানের জন্য ল্যাভেন্ডার, হাল্কা গোলাপি এবং পাউডার নীল রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছিল। খোলা জায়গায় ফুল, কাচের লন্ঠনে ঝোলানো সাদা মোমবাতি, ফুলের তৈরি ছাউনি, ইত্যাদির মিশেলে বিয়ের মণ্ডপকে করে তুলেছিল অত্যন্ত নান্দনিক।

০৬ ১৩
 দীপিকা-রণবীর: যে সব বলি তারকাদের বিয়ে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ ছিল না, দীপিকা পাডুকোন এবং রণবীর সিংহের নাম সেই তালিকায় এক নম্বর। এই দম্পতিও ইতালির লেক কোমোতে মনোরম ভিলা দেল বালবিয়ানোতে বিবাহ সম্পন্ন করেন। ফ্রেস্কো, প্রাচীন আসবাবপত্র, আরামদায়ক ফায়ারপ্লেস এবং সিলিং থেকে ঝুলন্ত অসামান্য ঝাড়বাতি ভিলাটিকে স্বপ্নময় এক বিবাহের জন্য আদর্শ স্থান করে তুলেছে।

দীপিকা-রণবীর: যে সব বলি তারকাদের বিয়ে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ ছিল না, দীপিকা পাডুকোন এবং রণবীর সিংহের নাম সেই তালিকায় এক নম্বর। এই দম্পতিও ইতালির লেক কোমোতে মনোরম ভিলা দেল বালবিয়ানোতে বিবাহ সম্পন্ন করেন। ফ্রেস্কো, প্রাচীন আসবাবপত্র, আরামদায়ক ফায়ারপ্লেস এবং সিলিং থেকে ঝুলন্ত অসামান্য ঝাড়বাতি ভিলাটিকে স্বপ্নময় এক বিবাহের জন্য আদর্শ স্থান করে তুলেছে।

০৭ ১৩
এই বিয়ের থিমের পরতে পরতে ছিল, ফুলেল নকশা এবং ঐতিহ্যবাহী লাল রংই তাঁরা বেছে নিয়েছিলেন সাজানোর জন্য। এই ভিলাটিকে সাজানোর জন্য মূলত ব্যবহার করা হয়েছিল ওয়াটার লিলি ফুলও।

এই বিয়ের থিমের পরতে পরতে ছিল, ফুলেল নকশা এবং ঐতিহ্যবাহী লাল রংই তাঁরা বেছে নিয়েছিলেন সাজানোর জন্য। এই ভিলাটিকে সাজানোর জন্য মূলত ব্যবহার করা হয়েছিল ওয়াটার লিলি ফুলও।

০৮ ১৩
প্রিয়ঙ্কা-নিক: হলিউড ও বলিউড— বিশ্বের দু’টি বৃহত্তম সিনে জগতের অন্যতম দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বিয়ে করেন রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদে। পঞ্জাবি নিয়মেই বিবাহ সারেন তাঁরা।

প্রিয়ঙ্কা-নিক: হলিউড ও বলিউড— বিশ্বের দু’টি বৃহত্তম সিনে জগতের অন্যতম দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বিয়ে করেন রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদে। পঞ্জাবি নিয়মেই বিবাহ সারেন তাঁরা।

০৯ ১৩
যেহেতু স্থান ছিল রাজপ্রাসাদ তাই বিয়ের থিম যে রাজকীয় হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজপ্রাসাদ জুড়ে চলেছিল আলোর খেলা। উজ্জ্বল আলোর রঙে সেজে উঠেছিল উমেদভবন। হিন্দু এবং খ্রিস্টান এই দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল বিবাহ।

যেহেতু স্থান ছিল রাজপ্রাসাদ তাই বিয়ের থিম যে রাজকীয় হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজপ্রাসাদ জুড়ে চলেছিল আলোর খেলা। উজ্জ্বল আলোর রঙে সেজে উঠেছিল উমেদভবন। হিন্দু এবং খ্রিস্টান এই দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল বিবাহ।

১০ ১৩
 রাজকুমার-পত্রলেখা: এক দশকেরও বেশী সময় ধরে সম্পর্কে থাকার পর রাজকুমার রাও এবং পত্রলেখা পাল গাঁটছড়া বাঁধলেন চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসর্টে। যেটি ৮০০০ একর জুড়ে বিস্তৃত। এই বিবাহে রঙের প্রাচুর্য দেখা গিয়েছে। গাঁদা ফুলের ব্যবহার এবং মণ্ডপে সাদা রঙের বাহারি ফুলের কারুকাজে সুখবিলাস হয়ে উঠেছিল মোহময়।

রাজকুমার-পত্রলেখা: এক দশকেরও বেশী সময় ধরে সম্পর্কে থাকার পর রাজকুমার রাও এবং পত্রলেখা পাল গাঁটছড়া বাঁধলেন চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসর্টে। যেটি ৮০০০ একর জুড়ে বিস্তৃত। এই বিবাহে রঙের প্রাচুর্য দেখা গিয়েছে। গাঁদা ফুলের ব্যবহার এবং মণ্ডপে সাদা রঙের বাহারি ফুলের কারুকাজে সুখবিলাস হয়ে উঠেছিল মোহময়।

১১ ১৩
সেই সঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা উজ্জ্বল লাল রঙের পোশাকে সেজে উঠেছিলেন পত্রলেখা, যার ওড়নায় বাংলা হরফে লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পন করলাম’। এই বিষয়টি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

সেই সঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা উজ্জ্বল লাল রঙের পোশাকে সেজে উঠেছিলেন পত্রলেখা, যার ওড়নায় বাংলা হরফে লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পন করলাম’। এই বিষয়টি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

১২ ১৩
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ: এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে যাঁদের বিয়ের অনুষ্ঠান তাঁরা হলেন, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। রাজস্থানের সওয়াই মাধোপুরের এক ঐতিহাসিক দুর্গ, ‘ফোর্ট বারোয়ারা’য় এই বিবাহের সম্পন্ন হয়েছে। যদিও চূড়ান্ত কড়া নিরাপত্তার জন্য এই বিয়ের সাজসজ্জার খুব কম ছবিই পাওয়া গিয়েছে।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ: এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে যাঁদের বিয়ের অনুষ্ঠান তাঁরা হলেন, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। রাজস্থানের সওয়াই মাধোপুরের এক ঐতিহাসিক দুর্গ, ‘ফোর্ট বারোয়ারা’য় এই বিবাহের সম্পন্ন হয়েছে। যদিও চূড়ান্ত কড়া নিরাপত্তার জন্য এই বিয়ের সাজসজ্জার খুব কম ছবিই পাওয়া গিয়েছে।

১৩ ১৩
দুর্গটি সাজানো হয়েছিল উজ্জ্বল আলো আর ফুল দিয়ে। এই দুর্গ ইতিহাস আর সৌন্দর্যের অদ্ভুত মিশেল। বিলাসবহুল, আরামদায়ক এবং স্বপ্নময় একটি বিবাহ সম্পন্ন করার জন্য যথেষ্ট সঠিক স্থান।

দুর্গটি সাজানো হয়েছিল উজ্জ্বল আলো আর ফুল দিয়ে। এই দুর্গ ইতিহাস আর সৌন্দর্যের অদ্ভুত মিশেল। বিলাসবহুল, আরামদায়ক এবং স্বপ্নময় একটি বিবাহ সম্পন্ন করার জন্য যথেষ্ট সঠিক স্থান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy