What items gets cheaper and what gets expensive in Union budget 2025-26 dgtl
Union budget 2025-26
ওষুধ, ফোন থেকে লিথিয়াম ব্যাটারি! বাজেটে কোন কোন জিনিসের দাম কমল? দাম বাড়ল কিসের?
বাজেটের পর মনে করা হচ্ছে দাম কমতে পারে মোবাইল ফোনের। মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি অতিরিক্ত পণ্য অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যের তালিকায় আসবে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
শনিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করলেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার।
০২২১
বাজেট ঘোষণার আগে থেকেই ২০২৫-’২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চড়েছিল প্রত্যাশার পারদ। শনিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে যান তিনি।
০৩২১
বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে, এই বলে বক্তৃতা শুরু করেন নির্মলা। বাজেট শেষে দেখা গেল আয়করের ক্ষেত্রে সত্যিই মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
০৪২১
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়, ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা। শনিবার, ১ ফেব্রুয়ারি তিনি বলেন, ‘‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
০৫২১
এর পাশাপাশি দেখে নেওয়া যাক, বাজেটে কোন কোন জিনিসের দাম কমল। বাড়লই বা কোন কোন জিনিসের।
০৬২১
বাজেটের পর মনে করা হচ্ছে দাম কমতে পারে মোবাইল ফোনের। মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি অতিরিক্ত পণ্য অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যের তালিকায় আসবে।
০৭২১
ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
০৮২১
লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে। মোবাইল থেকে বৈদ্যুতিন গাড়ি তৈরির শিল্পে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
০৯২১
দাম কমছে বৈদুতিন গাড়ির ব্যাটারিরও। ফলে বৈদুতিন গাড়ির দামও কমতে পারে।
১০২১
হিমায়িত মাছের লেই বা ‘সুরিমি’র দাম কমছে। সুরিমির পণ্য তৈরি এবং রফতানির ক্ষেত্রে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
১১২১
দাম কমছে ভেজা নীল চামড়ারও। তাই চর্মজাত দ্রব্যের দাম কমবে বলে মনে করা হচ্ছে।
১২২১
ক্যারিয়ার-গ্রেড ইথারনেটের সুইচ এবং এলসিডি/এলইডি টিভির ‘সেল’-এর দাম কমবে।
১৩২১
কমবে কোবাল্টজাত পণ্যের দাম। সীসা, দস্তা-সহ ১২টি গুরুত্বপূর্ণ খনিজ মৌলিক শুল্ক থেকে অব্যাহতি পাবে।
১৪২১
কিছু সামুদ্রিক যানের দামও কমবে। আরও ১০ বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
১৫২১
অনেক প্রয়োজনীয় পণ্যে শুল্ক ছাড় বা হ্রাস করা হলেও বেশ কিছু পণ্য, বিশেষত প্রযুক্তি এবং উৎপাদন খাতে ব্যবহৃত পণ্যের দাম বাড়তে চলেছে।
১৬২১
সরকার ‘ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লে’র শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে বাজেটে। অর্থাৎ, বেশ কিছু স্মার্ট টিভির দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। দাম বাড়বে বোনা কাপড়েরও।
১৭২১
অস্থায়ী মূল্যায়নের জন্য দুই বছরের একটি সময়সীমা চালু করেছে সরকার, যা ব্যবসার জন্য দ্রুত এবং আরও দক্ষ শুল্ক ছাড়পত্র নিশ্চিত করবে। এই পরিবর্তনটি আমদানি এবং রফতানি শিল্পকে প্রভাবিত করতে পারে।
১৮২১
বাজেটে প্রস্তাবিত পরিবর্তনগুলি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ওষুধ এবং কাঁচামালের ক্ষেত্রে শুল্ক ছাড় স্বাস্থ্যসেবা এবং উৎপাদন শিল্পে, বিশেষত জাহাজ নির্মাণ এবং ইলেকট্রনিক্সে খরচ কমিয়ে দেবে।
১৯২১
উল্লেখ্য, বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেছে কেন্দ্র। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছে।
২০২১
এ সবের পাশাপাশি বাজেটে আরও একগুচ্ছ নতুন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণাও করেছেন তিনি। তার মধ্যে রয়েছে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।
২১২১
নির্মলা আরও জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে অংশীদারির মাধ্যমে শীর্ষ ৫০টি পর্যটনস্থলের উন্নয়ন করবে কেন্দ্রীয় সরকার। মুদ্রা ঋণ সম্প্রসারিত হবে হোমস্টেগুলির ক্ষেত্রেও।