গাড়ির সঙ্গে দু’চাকার ধাক্কা। আর তার পরই বদলে গেল গাড়িচালকের জীবন। যাঁকে ধাক্কা মেরেছেন সেই তরুণীই শেষে প্রেমে পড়লেন লি নামের সেই তরুণ। সিনেমার চিত্রনাট্য যেন উঠে এসেছে বাস্তবের পর্দায়। ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। ৩৬ বছরের যুবক লি গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মেরে বসেন ২৩ বছর বয়সি তরুণীকে। সাইকেলে চড়ে আসছিলেন আহত তরুণী। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি ২০২৩ সালে ঘটে। তার পর থেকেই লিয়ের প্রতি অনুরক্ত হয়ে পড়েন তরুণী।
দুর্ঘটনায় তরুণীর কাঁধের হাড় ভেঙে যায়। অুনতপ্ত লি বেশ কয়েক বার তরুণীকে দেখতে আসেন। সেই সময় থেকেই লিয়ের প্রতি অনুরক্ত হয়ে পড়েন তরুণী। তরুণীর বাবা মা ও লি-কে এই দুর্ঘটনার জন্য দোষারোপও করেননি বলে সংবাদামাধ্যমে বলা হয়েছে। লিও তরুণীর যত্ন নিতেন ও প্রতি দিন হাসপাতালে তাঁকে দেখতে যেতেন। তাঁরা ধীরে ধীরে একে অপরের সঙ্গে মনের কথা ভাগ করে নিতে শুরু করেন। দুর্ঘটনার তিন সপ্তাহ পর লিকে বিবাহের প্রস্তাব দেন ওই তরুণী। ঋণের বোঝা মাথায় চেপে থাকায় সেই প্রস্তাবে প্রথমে রাজি ছিলেন না লি। পরে ভালবাসা ও কৃতজ্ঞতার কাছে হার মেনে নেন লি।
আরও পড়ুন:
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। এর পর ফেব্রুয়ারিতে তিনি ও লি সাতপাকে বাঁধা পড়ে যান। লি পেশায় একজন ব্যবসায়ী। তাঁর স্ত্রী সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন এবং একটি চায়ের দোকানে কাজ করতেন। লি জানিয়েছেন, তাঁর জীবনে বিয়ে করার কোনও পরিকল্পনা ছিল না। এই বিয়ের জন্য স্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন লি। তরুণীর সাহস ও ভালবাসায় মত বদলে ভালই হয়েছে বলে মনে করেন লি।