পুকুর থেকে উদ্ধার হল মানব কঙ্কাল! রবিবার কোচবিহারের দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাখালমারী এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। স্থানীয়েরা জানাচ্ছেন, কিছু দিন আগেও ওই পুকুর থেকে একই রকম ভাবে বস্তাবন্দি অবস্থায় হাড়গোড় উদ্ধার হয়েছিল। ফের কোথা থেকে এই কঙ্কাল এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এলাকাবাসীরা মিঠুন দেবনাথ নামে এক জনের বাড়ির পুকুর পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মিঠুনকে জানানো হলে তিনি পুকুর পাড়ে এসে বস্তাটি খুলে বেশ কয়েকটি হাড় এবং মাথার খুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে সাহেবগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে এই একই পুকুর থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার হয়েছিল। তবে হাড়গুলি মানুষের কি না, তখন তা নিশ্চিত করে জানায়নি পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই পুকুর থেকে নতুন করে হাড় ও খুলি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দা শিশির বর্মণের কথায়, ‘‘বার বার এমন ঘটনা ঘটায় আমরা বেশ ভয়ে রয়েছি। এর আগেও এই পুকুরে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার হয়েছিল। সেখানে অবশ্য মাথা ছিল না। এ বার আরও একটি বস্তা উদ্ধার হল।’’ পুকুরের মালিক মিঠুন দেবনাথ বলেন, ‘‘কিছু দিন আগেও কঙ্কাল পাওয়া গিয়েছিল। আবার এমন ঘটনা ঘটায় আমি নিজেও শঙ্কিত।’’ এ বিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘মাথার খুলি এবং কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই হাড় এল, তা তদন্ত করে দেখছে পুলিশ।’’