হলিউড সিনেমার দৃশ্যকেও হার মানাবে এই ঘটনা। ভয়ঙ্কর স্টান্ট দেখিয়ে যে ভাবে পর্দার নায়ক গা থেকে ধুলো ঝেড়ে উঠে পড়েন, ঠিক সেই কায়দায় মৃত্যুকে হেলায় হারালেন যুবক। সমাজমাধ্যমে প্রায়ই বেশ কিছু ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ট্রেনে, বিদ্যুতের তারে বা টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছেন কেউ। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এমনই একটি দৃশ্য ক্যমেরাবন্দি হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছত্তীসগঢ়ের দুর্গে এক ব্যক্তি একটি তিনতলা বাড়ি থেকে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এবং তার পর আশ্চর্যজনক ভাবে উঠে দাঁড়িয়ে পড়লেন।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার সময় সেই ভিডিয়োয় লেখা হয়েছে, ‘অতিমানব- দ্য রিয়্যাল উলভরিন’। ভাইরাল ভিডিয়োটি ‘মেঘ আপডেট্স’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি সম্ভবত মত্ত অবস্থায় তিনতলার ছাদের ধারে দাঁড়িয়ে রয়েছেন। নীচ থেকে জনতা চিৎকার করে তাঁকে সতর্ক করছে। হঠাৎ করেই তিনি লাফিয়ে পড়েন এবং সরাসরি হাই ভোল্টেজ় তারের উপর পড়ে যান। বিদ্যুতের ঝটকায় ছিটকে একটি দোকানের ছাদে ধাক্কা খেয়ে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। নিথর অবস্থায় পড়েছিলেন ওই যুবক। বেশ কিছু ক্ষণ পরে হঠাৎ তিনি উঠে পড়ে, দুই হাতে দু’টি ইট তুলে নেন এবং নীচে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে ছুড়তে শুরু করেন। ছত্তীসগঢ়ের এই ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। প্রচুর মানুষ শেয়ার করেছেন ভিডিয়োটি।
"Superhuman - The Real Wolverine"
— Megh Updates
In Durg, Chhattisgarh : Man jumps from 3rd floor, gets Electrocuted and entangled in electric wires, passes out and then falls and then miraculously gets up to throw bricks at police.
Hollywood - 0
Desi-Wood - 1 pic.twitter.com/FzIJ3Fba5J™ (@MeghUpdates) February 23, 2025
পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়োটি প্রায় চার লক্ষ মানুষ দেখেছেন। বেশির ভাগ সমাজমাধ্যমকারী ওই ব্যক্তির বেঁচে যাওয়াকে অলৌকিক মনে করেছেন। এক ব্যবহারকারী মজা করার ভঙ্গিতে মন্তব্য করেছেন, “এ হল খাঁটি দেশি উলভরিন, যাঁকে বিদ্যুৎও স্পর্শ করতে পারে না।’’ অন্য এক জন মন্তব্য করেছেন “ছত্তীসগঢ়ের দুর্গে থরের আবির্ভাব।”