বিয়ের অনুষ্ঠানে চলল গুলি। অসাবধানবশত সেই গুলি লাগল এক তরুণের বুকে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ৪৫ বছর বয়সি পরমজিৎ সিং নামের ওই তরুণের। পঞ্জাবের জালন্ধরের চক দেশরাজ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। সেই দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। বিয়ের অনুষ্ঠানটি ক্যামেরবন্দি করা হচ্ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
পঞ্জাবিদের বিয়ের রীতি মেনে সেখানে একটি প্রাক্-বিবাহের অনুষ্ঠান চলছিল। একে ‘জাগো পার্টি’ বলা হয়ে থাকে। অনুষ্ঠানের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন ব্যক্তি বাতাসে বন্দুক ছুড়ছেন। গুলি চালাতে চালাতে সেই ব্যক্তি ভুলবশত পরমজিৎয়ের খুব কাছে চলে যান। তিনি মোট তিনটি গুলি ছোড়েন বলে জানা গিয়েছে। তার মধ্যে প্রথম গুলিটি এসে পরমজিতের বুকে লাগে। মাটিতে পড়ে যান তিনি, বুক রক্তে ভেসে যায়।
পরমজিতের পরিবার প্রথমে পুলিশকে জানিয়েছিল যে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তারা তাঁর মৃত্যুর প্রকৃত কারণ প্রশাসনকে জানাননি । তার আগেই দাহকার্য সম্পন্ন করে ফেলেন পরিবারের সদস্যেরা। ঘটনার ভিডিয়োটি শনিবার ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে গুলি চালানো হয়েছে। দুর্ঘটনাক্রমে সেটি আঘাত করে পরমজিৎকে। ‘ধীরজমোঙ্গা৭৮৬’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি।
সম্প্রতি নয়ডায় একই ভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। বিয়ের অনুষ্ঠানের সময় মাথায় গুলি লেগে হয়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনাটির ভিডিয়োও সমাজমাধ্যমে ভাইরাল হয়।