দাঁড়িয়ে রয়েছে পেল্লায় লম্বা জিরাফ। তাকে শিকার হিসেবে মনে ধরেছে সিংহের। কিন্তু নিজের থেকে কয়েক গুণ লম্বা প্রাণীকে শিকার করার উপায়? ‘বনের রাজা’র কাছে কোনও কিছুই মুশকিল নয়। সিংহ তাই তাক করল জিরাফের লম্বা লম্বা পায়ের দিকে। জিরাফটির পিছনের ডান পায়ের হাঁটু কামড়ে ধরে ঝুলে পড়ল সিংহটি। জিরাফটি প্রাণ বাঁচাতে পা ঝাড়তে থাকল, যাতে সিংহের তীক্ষ্ণ দাঁতের কামড় থেকে সে মুক্তি পায়। কিন্তু সিংহটিকে কিছুতেই ছাড়াতে পারল না। বন্যপ্রাণের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়োটি থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি পূর্ণবয়স্ক জিরাফ। কিন্তু তার চোখেমুখে ব্যথার ছাপ স্পষ্ট। কারণ তার পিছনের ডান পায়ের হাঁটু কামড়ে ঝুলে রয়েছে একটি সিংহ। সিংহর তীক্ষ্ণ দাঁতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য এক জায়গাতেই গোল গোল করে ঘুরে চলেছে জিরাফটি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। ছেড়ে দেওয়ার পাত্র নয় সিংহটি। ‘বনের রাজা’ বলে কথা, এত সহজে হার মেনে নিলে চলবে না। জিরাফটি এ বার সিংহের কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য লম্বা পা বার বার ঝাঁকাতে থাকল, তবু নিস্তার পেল না। সিংহ কোনও ভাবেই জিরাফটিকে ছাড়তে রাজি নয়। সে তার কামড়ের বাঁধন আরও শক্ত করে জিরাফের পা কামড়ে ঝুলেই থাকল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘_কুয়েতইউকেইভুসাফারিস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্সে নানা রকমের মন্তব্য করেছেন। এক জন নেটাগরিক সিংহটির প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘‘জিরাফটি যদি সিংহটির পেটে সপাটে একটা লাথি মারত তা হলে ঠিক হত।’’ অন্য এক নেটাগরিক আবার জানিয়েছেন, খারাপ লাগলেও এটাই প্রকৃতির নিয়ম।