Advertisement
E-Paper

ঘণ্টার পর ঘণ্টা ২৫ বছরের বন্ধুর দেহ আগলে দাঁড়িয়ে রইল হস্তিনী! ভাইরাল ভিডিয়োয় বিষাদের সুর

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছে জেনির দেহ। পাশে দাঁড়িয়ে বিস্মিত ম্যাগডা। শুঁড়ের ধাক্কায় বার বার জেনির ‘ঘুম’ ভাঙানোর চেষ্টা করতে থাকে সে। কিন্তু শেষমেশ বিফল হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

Video shows famous elephant is sad as her friend of 25 years dies

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:১০
Share
Save

২৫ বছর ধরে একসঙ্গে থাকার পর মৃত্যু হয়েছে বন্ধুর। বিশ্বাসই করতে পারল না হস্তিনী! ক্রমাগত শুঁড়ের ধাক্কায় মৃত বন্ধুকে তোলার চেষ্টা করল সে। কিন্তু সাড়া না পেয়ে দেহ আগলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রইল বিষণ্ণ হৃদয়ে। কাছে আসত দিল না কাউকে। এমনই একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে চোখে জলও এসেছে অনেক নেটাগরিকের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই হস্তিনীর নাম জেনি এবং ম্যাগডা। দীর্ঘ ২৫ বছর ধরে রাশিয়ার একটি সার্কাস দলে খেলা দেখাত তারা। একে অপরের অবিচ্ছেদ্য অংশ ছিল। সম্প্রতি দু’জনেই সার্কাস থেকে অবসর নিয়েছিল। তবে তার পরেও একসঙ্গেই থাকত। কিন্তু চলতি সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে জেনির। আর তা নিয়েই শোকে কাতর হতে দেখা গেল ম্যাগডাকে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছে জেনির দেহ। পাশে দাঁড়িয়ে বিস্মিত ম্যাগডা। শুঁড়ের ধাক্কায় বার বার জেনির ‘ঘুম’ ভাঙানোর চেষ্টা করতে থাকে সে। কিন্তু শেষমেশ বিফল হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক ঘণ্টা জেনির দেহের পাশে ঠায় দাঁড়িয়ে ছিল ম্যাগডা। ধারে কাছে ঘেঁষতে দিচ্ছিল না কাউকে। এমনকি পশুচিকিৎসকদেরও সে জেনির দেহের কাছে যেতে দেয়নি।

হস্তীযুগলের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো দেখে শোকপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে জানিয়েছেন, ভিডিয়ো দেখে তাঁদের চোখে জল এসে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভালবাসার কোনও সীমা নেই। আমি জানি ভিডিয়ো দেখে আমার মতো অনেকেই কাঁদছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যাকে আপনি সব চেয়ে বেশি ভালবাসেন তাঁকে চলে যেতে দেখার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই।’’

উল্লেখ্য, ২০২১ সালে রাশিয়ার কাজান শহরে সার্কাসের অনুষ্ঠান চলাকালীন ভয়ঙ্কর ভাবে মারামারিও করতে দেখা গিয়েছিল জেনি এবং ম্যাগডাকে। সেই ভিডিয়োটি সেই সময় ব্যাপক ভাইরাল হয়েছিল। এর পরে প্রশিক্ষকের উপর আক্রমণ হানার কারণেও শিরোনামে এসেছিল দুই বন্ধু।

Viral Video Wild animal Elephant Russia

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}