শ’য়ে শ’য়ে মৌমাছি ছেঁকে ধরেছে পশুরাজের শরীর। শরীরে বাসাও বেঁধেছে। অনেক চেষ্টা করেও মৌমাছিদের হাত থেকে নিস্তার পাচ্ছে না সিংহটি। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। শেষমেশ কী হল পশুরাজদের সঙ্গে? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটি সিংহ। তার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে অগুনতি মৌমাছি। পশুরাজের শরীরে বাসা বেঁধেছে তারা। যন্ত্রণায় ছটফট করছে সিংহটি। এর পর উদ্ধারকারীরা এসে সিংহটিকে উদ্ধার করেন। তার শরীর থেকে একে একে সব মৌমাছি বার করেন তাঁরা। শরীরে ওষুধ এবং ইঞ্জেকশনও দেওয়া হয়। রক্ষা পায় সিংহটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
২৪ ফেব্রুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনিল বেনিওয়াল২৯’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। সিংহটির দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা। আবার অনেকে ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছোট মৌমাছি যে সিংহকেও বাগে আনতে পারে, তা জানা ছিল না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি কি আদৌ সত্যি? না প্রযুক্তির সাহায্যে বানানো?’’