এক মাস ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে বাড়ি থেকেই উদ্ধার হল ইংল্যান্ডের এক মহিলার দেহ। তবে তাঁর শরীর অক্ষত অবস্থায় মেলেনি। দেহ উদ্ধারের পর দেখা যায়, মৃত মহিলার দেহের বেশ কিছু অংশ খুবলে খেয়েছে তাঁরই পোষ্য সারমেয়রা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের সুইন্ডন নিবাসী ওই মহিলার নাম হার্ট (৪৫)। গত এক মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। কিন্তু তাঁর পোষ্য কুকুরদের ক্রমাগত চিৎকার প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করে। লরেন নামে এক প্রতিবেশী খোঁজ নিতে গিয়ে দেখেন, হার্টের বাড়ির দরজা ভিতর থেকে তালাবন্ধ । প্রতিবেশীদের উদ্বেগ আরও বাড়ে।
আরও পড়ুন:
এর পর লরেন-সহ হার্টের বাকি প্রতিবেশীরা তাঁর নিখোঁজ থাকার বিষয়টি পুলিশকে ফোন করে জানান। পুলিশ এসে তল্লাশি চালিয়ে বাড়ির বসার ঘর থেকে হার্টের দেহ উদ্ধার করে। উদ্ধার হয় তাঁর একটি পোষ্য কুকুরের দেহ। তবে বাকি কুকুরগুলি জীবিত ছিল।
পুলিশ দেখে, হার্টের শরীরের কিছু অংশ তাঁর পোষ্যরাই খুবলে খেয়েছে। এর পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হলে দেখা যায়, আত্মঘাতী হয়েছিলেন হার্ট। তাঁর মৃত্যুর পর কুকুরগুলিকে দেখভাল করার জন্য কেউ ছিল না। আর তাই পুলিশের অনুমান, বন্ধ ঘরে খিদের তাড়নায় মালিকের দেহাংশই চিবিয়ে খায় কুকুরগুলি।
আরও পড়ুন:
প্রতিবেশীরা জানিয়েছেন, সুইন্ডনের ওই বাড়িতে হার্ট একাই থাকতেন। সম্প্রতি তিনি মানসিক কষ্টে ভুগছিলেন। তার মধ্যে দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় তাঁর। আর তা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেন বলে তদন্তকারীদের অনুমান। হার্টের প্রতিবেশীরা এ-ও জানিয়েছেন, কুকুরই ছিল হার্টের জীবন। বেশ কয়েকটি কুকুর পুষেছিলেন তিনি। তাঁর ওই ভাবে মৃত্যুতে প্রতিবেশীদের জীবনে শোকের ছায়া নেমে এসেছে।