চিড়িয়াখানায় বিশ্রাম নিতে নিতে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি! সিগারেটের ধোঁয়া ছাড়ছে ফস্ ফস্ করে। এমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। নেটপাড়ায় আলোড়নও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি চিনের। চিনের গুয়াংজি এলাকার নানিং চিড়িয়াখানায় একটি খাঁচায় বসে ধূমপান করতে দেখা গিয়েছে ওই শিম্পাজিটিকে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিড়িয়াখানার খাঁচার ভিতরে একটি পাথরের সামনে বসে আয়েশ করে সিগারেট খাচ্ছে একটি শিম্পাজি। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই তার। মাঝেমধ্যে উপরের দিকে মুখ করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োয় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নেটাগরিকদের মনে। প্রশ্ন উঠছে, কী ভাবে জ্বলন্ত সিগারেট পৌঁছোল শিম্পাজির হাতে? চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজর এড়িয়ে কী ভাবেই বা ঘটল এমন ঘটনা? যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন যে, কোনও দর্শক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে প্রাণীর খাঁচায় জ্বলন্ত সিগারেট ফেলে দিয়েছেন, আর তা কুড়িয়ে নিয়েই সুখটান দিচ্ছিল শিম্পাজিটি। কেউ ইচ্ছাকৃত ভাবে প্রাণীটিকে ধূমপান করতে প্ররোচিত করেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর।
আরও পড়ুন:
তিন দিন আগে ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, ‘ট্রাভেলি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে (সেই ভিডিয়োয় প্রাণীটিকে গোরিলা বলে চিহ্নিত করা হলেও বিশেষজ্ঞদের মতে সেটি শিম্পাঞ্জি)। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘একেবারেই মজার বিষয় নয়। খারাপ লাগছে যে মানুষ নিরীহ প্রাণীদের ধূমপান করা শেখাচ্ছে।’’