মায়ের সঙ্গে বসে রয়েছে ব্যাঘ্রশাবক। কিন্তু চুপচাপ এক জায়গায় বসে থাকা কি তার স্বভাবে সাজে! কয়েক সেকেন্ড শান্ত হয়ে বসে থাকার পর অস্থির হয়ে পড়ল শাবকটি। কখনও সে মায়ের কান চিবিয়ে ফেলছে। কখনও আবার ঘাড় ধরে মাথায় উঠে পড়ছে। সন্তানের আদরের জ্বালায় একেবারে বিরক্ত হয়ে পড়ছে হোয়াইট টাইগার। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টাইগার_রেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাবককে নিয়ে এক জায়গায় বসেছিল একটি স্ত্রী হোয়াইট টাইগার। হঠাৎ মায়ের কাছে পিছন দিক থেকে এগিয়ে গেল সে। তার পর মায়ের মাথায় সামনের পা রেখে দিল শাবকটি।
সন্তানের আদর খেয়ে মাথা উঁচু করল মা। মুখ হাঁ করে শাবককে আদর করার চেষ্টা করল সে। কিন্তু মায়ের কপালে আদর করে কামড় দিয়ে বসল শাবকটি। ঘাড়ের উপর উঠে পড়ে আদর করছিল সে। শুধু তা-ই নয়, মায়ের কান চিবোতে চিবোতে বসে পড়ল সে। সন্তানের আদরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল হোয়াইট টাইগার। বিরক্ত হলেও সন্তানের আদর ‘সহ্য’ করল সে।