বলিউড ছবি ‘বেটা’ সিনেমায় ‘ধক ধক করনে লগা’ গানে নেচে ঝড় তুলে ভারতের ‘ধক ধক গার্ল’-এর তকমা পেয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ বার সেই গানে নেচে আগুন ঝরালেন এক তরুণী। ওই তরুণীর নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘ধক ধক করনে লগা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে বেগুনি শাড়ি এবং সাদা হাতকাটা ব্লাউজ। তরুণীর পিছনে আরও কয়েক জন মহিলা দাঁড়িয়ে। তবে তাঁরা নাচছেন না। হাত দিয়ে তাল ঠুকছেন। আর মাধুরীর সেই গানে নেচে রীতিমতো ঝড় তুলেছেন সামনের ওই তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। তরুণীর মনোমুগ্ধকর অভিব্যক্তি এবং নৃত্যশৈলীতে মজেছে নেটপাড়া।
আরও পড়ুন:
তরুণীর ওই নাচের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাগিনী সিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। গত ১০ মার্চ পোস্ট করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘নাচ দেখে খুব ভাল লাগল। মুগ্ধ হয়ে গেলাম।’’ কেউ কেউ আবার মাধুরীর সঙ্গে তুলনাও করেছেন তরুণীকে।