জঙ্গলের মাঝে রেস্তরাঁ। সেখানে বসেই জলখাবার খাচ্ছিলেন পর্যটকেরা। হঠাৎ সেখানে ছুটে এল একটি জলহস্তী। পিছনে তাকে তাড়া করেছে আর একটি জলহস্তী। রেস্তরাঁর সামনে এসেই দুই জলহস্তীর লড়াই লাগল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘চেকআউটজ়াম্বিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রেস্তরাঁর সামনে দুই জলহস্তী মুখ হাঁ করে লড়াই করছে। সেই রেস্তরাঁর পর্যটকেরা খাবার খেতে খেতে জলহস্তীদের লড়াই দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘটনাটি আফ্রিকার জ়াম্বিয়ার দক্ষিণ লুওয়াংয়া জাতীয় উদ্যানে ঘটেছে। জাতীয় উদ্যানের ভিতর থেকেই রেস্তরাঁর সামনে ছুটে এসেছে দু’টি জলহস্তী। যেন পর্যটকদের সামনে তাদের গায়ের জোর প্রদর্শন করাই আসল উদ্দেশ্য।
তবে তারা রেস্তরাঁর ভিতর ঢুকে পড়েনি। ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটাগরিক বিস্ময় প্রকাশ করেছেন। এক জন নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘জঙ্গলে সাফারি করার সময় এ রকম নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। ভিডিয়োটি দেখে রোম খাড়া হয়ে গেল।’’ আবার এক জন লিখেছেন, ‘‘দুই জলহস্তীর লড়াই চোখের সামনে দেখাও ভাগ্যের ব্যাপার। আমি ওখানে থাকলে হয়তো ভয় পেয়ে পালিয়ে যেতাম।’’