জঙ্গলের এক দিক থেকে দলবল নিয়ে অন্য দিকে যেতে চাইছিল ‘বনের রাজা’। জঙ্গলের মাঝবরাবর বয়ে চলেছে স্রোতস্বিনী। নদীর স্রোত ক্রমাগত বেড়েই চলেছে। স্রোতের সঙ্গে লড়াই করে চলল একটি সিংহ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সায়েন্সডিসকভারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের মাঝবরাবর বয়ে চলেছে একটি নদী। উত্তরোত্তর স্রোত বৃদ্ধি পেয়ে চলেছে সেই নদীর। সেই ভয়াবহ পরিস্থিতিতে নদী পার করার সিদ্ধান্ত নিয়ে ফেলল একটি সিংহ। তাকে দেখে জলে নেমে পড়ল আরও একটি সিংহ।
বন্ধু যে পথে নদী পার করছে সেই পথই অনুসরণ করে স্রোতে ভেসে যেতে থাকল সে। দলে থাকা তৃতীয় সিংহটি নদীর পারে দাঁড়িয়ে পরিস্থিতি আঁচ করে নিচ্ছিল। তবে জলে নামার পর স্রোত ক্রমশ বেড়েই চলেছিল। স্রোতের তোয়াক্কা না করে নদী অতিক্রম করে জঙ্গলের অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিল সিংহটি। স্রোতের বিপরীতে ভেসে গিয়ে শেষ পর্যন্ত অন্য পারে গিয়ে উঠে পড়ল ‘বনের রাজা’।