কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার একই রকম একটি ঘটনা ঘটল। মেট্রোর কামরাতেই নাচানাচি করে নজর কাড়লেন এক পুরুষ যাত্রী। সেই বাহারি নাচের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর কামরার মহিলা আসনের সামনে দাঁড়িয়ে নাচছেন এক যুবক। তাঁর পরনে ফুলহাতা জামা এবং প্যান্ট। চোখে রয়েছে রোদচশমা। বলিউডি গানের সঙ্গে বাহারি কায়দায় নাচছেন তিনি। বিভিন্ন অঙ্গভঙ্গি করে হাত-পা ছুড়ছেন তিনি। মহিলা যাত্রীদের কেউ কেউ তাঁর দিকে বিরক্তি ভরে তাকাচ্ছেন। কেউ কেউ আবার অবাক হয়ে তাঁর কাণ্ড ক্যামেরাবন্দি করে রাখছেন। যদিও সে দিকে ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি ওই যুবককে। সেই নাচের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সঞ্জু.জয়.১৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মেট্রো কি রিল বানানোর জায়গা? এই ধরনের মানুষকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আশা করি মেট্রো কর্তৃপক্ষ যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।’’ এক জন মজার ছলে আবার লিখেছেন, ‘‘একেই আত্মবিশ্বাস বলে। দিল্লি মেট্রোতে সফর করলে বিনোদনের অভাব হবে না।’’