মঞ্চে দাঁড়িয়ে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক। দর্শকদের চমকে দিতে মঞ্চের উপরেই ‘ব্যাক ফ্লিপ’ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। চেষ্টাও করেন। আর তা করতে গিয়েই বিপদে পড়লেন ওই গায়ক। পা পিছলে মঞ্চের উপর দুম করে পড়ে যান তিনি। চোটও পান। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জনপ্রিয় ওই গায়কের নাম ডেভিড। যদিও তাঁর অনুরাগীদের কাছে তিনি পরিচিত ‘ডি৪ভিডি’ নামে। ২০ বছর বয়সি ডেভিড নিউ ইয়র্কের বাসিন্দা। ২০২১ সালে জনপ্রিয় ভিডিয়ো গেম ‘ফোর্টনাইট’-এর ভিডিয়ো মন্টাজ তৈরি করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফর্নিয়ার ‘কোচেলা’ মিউজ়িক ফেস্টিভ্যালের মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে গান গাওয়ার সময় ‘ব্যাকফ্লিপ’ দিতে গিয়ে পড়ে যান তিনি। তাঁকে দেখে অবাক হয়ে যান তাঁর অনুরাগীরা। তবে চোট পেলেও কিছু ক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন ডেভিড। আবার গান গাইতে শুরু করেন। তাঁকে আবার গান গাইতে দেখে দর্শকদের উৎসাহ আরও বেড়ে যায়। হাততালি দিতে থাকেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ‘রায়ান’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে অনেকেই ডেভিডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তাঁর সাহসিকতা এবং উদ্যমের জন্য প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গায়ক যে ভাবে পুরো বিষয়টি সামলাছেন তা প্রশংসনীয়। নেতিবাচকতাকে ইতিবাচকতায় পরিণত করেছেন তিনি।’’
উল্লেখ্য, কয়েক দিন পরেই আবার একটি মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে ডেভিডের। তার আগে মঞ্চে ‘ব্যাকফ্লিপ’ অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।