পহেলগাঁওয়ে হামলার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এর মধ্যেই হামলায় নাম জড়ানো জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে, ভেঙে গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। পহেলগাঁওয়ে হামলার পর জঙ্গিদের চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। তাদের এক জনের নাম আদিল হুসেন। আদিল সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে আদিলের বাড়ির ধ্বংসাবশেষের ভিডিয়োটি।
আরও পড়ুন:
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিস্ফোরণের ধাক্কায় মাঝখান থেকে উড়ে গিয়েছে বাড়িটি। গভীর রাতে প্রবল বিস্ফোরণ হয়। তাতেই উড়ে যায় আদিলের বাড়ি। সকালে দেখা গিয়েছে বাড়ির সামনের অংশে ছড়িয়ে পড়ে আছে ইট, ধসে গিয়েছে অ্যাসবেটসের চাল। জানলার পাল্লা ভেঙে ঝুলতে দেখা গিয়েছে। বাড়ির অন্য একটি অংশে থেকে ভেঙে পড়েছে কড়িকাঠ। বাড়ির ভিতরেও সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রান্নাঘরের বাসনপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভাঙা বাড়ির বাইরে জটলা করছেন প্রতিবেশীরা।
জানা গিয়েছে, ২০১৮ সালে আদিল এক বার পাকিস্তানে গিয়েছিল। গত বছর আবার উপত্যকায় ফিরে আসে। অভিযোগ, তখন থেকেই সে লশকর-এ-ত্যায়বার স্থানীয় ‘গাইড’ বা পথপ্রদর্শক হিসাবে কাজ করছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ আদিলের ছবি প্রকাশ করে জানিয়েছে, তার খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
পাক গোলার স্প্লিন্টার বদলে দিয়েছে জীবন, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রাজৌরির ইমতিয়াজ়
-
‘সিঁদুর যারা মুছে দেবে, তাদেরও মুছে যেতে হবে’, গুজরাত থেকে আবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, পাকিস্তান নিয়ে কী কী বললেন
-
পাকিস্তানকে ‘নগ্ন’ করবে ভারত, কূটনৈতিক অভিযানে পরিব্রাজক ৫৯ সাংসদ, দলে বাংলার ২ বাঙালি
-
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে
-
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান