এক বছরেরও বেশি সময় ‘কৌমার্য ব্রত’ পালনের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সঙ্গম। সেই খুশিতে একেবারে পার্টির আযোজন করে ফেললেন সমাজমাধ্যমের একজন বিষয় স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)। বিদেশিনি ওই বিষয় স্রষ্টার নাম কায়লা কেন। তিনি আমেরিকার বাসিন্দা। ২৭ বছর বয়সি কেন জানিয়েছেন, সম্প্রতি পূর্ব পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তাঁর। যুবকের সঙ্গে সঙ্গম করেন তিনি। আর সেই আনন্দে পার্টির আয়োজন করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে সেই ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কায়লা সাধারণত নিজের জন্য পার্টি করেন না। এমনকি, জন্মদিনেও বেশি উচ্ছ্বাস করতে দেখা যায় না তাঁকে। কিন্তু, সম্প্রতি এক বিশেষ কারণে বন্ধুদের সঙ্গে মিলে পার্টিতে হুল্লোড় করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:
কায়লার দাবি, বছর দু’য়েক আগে এক প্রাক্তন সহকর্মীর সঙ্গে ‘ডেট’ করা শুরু করেন তিনি। কিন্তু তাঁরা হঠাৎই একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এর পর সম্প্রতি একটি বিয়েবাড়িতে তাঁদের দেখা হয়ে যায় কাকতালীয় ভাবে। সেখানে আবার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন তাঁরা। সঙ্গমও করেন। কায়লা দাবি করেছেন, বিগত এক বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গম করেননি। তাই বিষয়টি উদ্যাপন করার সিদ্ধান্ত নেন। বন্ধুদের সঙ্গে ‘কৌমার্য বিরোধী’ পার্টিতে মাতেন তিনি। সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে কথা বলার সময় কায়লা বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে নিজেকে এ সবের বাইরে রেখেছিলাম। কিন্তু যখন হল তখন মনে হল উদ্যাপন করা উচিত।’’