অসমের সেনা স্কুলে ঢুকে পড়ল হাতি। ঘুরে দেখল শ্রেণিকক্ষ। কিন্তু কারও কোনও ক্ষতি করল না সে। ভাঙচুরও করল না। তার যেন লক্ষ্যই ছিল স্কুল ঘুরে দেখা। সেটা করে চুপচাপ বেরিয়ে গেল সে। তাকে বেরোনোর পথ দেখালেন সেনারা। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটির নারেনগিতে অবস্থিত একটি সেনা স্কুলে। ভিডিয়োর ক্যাপশনে জানানো হয়েছে, হাতিটি প্রায় রোজই সেনাদের ক্যাম্পে ঢুঁ মারে। সেখানে গজাননের জন্য আলাদা করে খাবারও রাখা থাকে। সেটি সে নিয়মিত খায়। মাঝেমধ্যে আবার সেনা ক্যাম্পের মধ্যে থাকা জলাধারে নিজের মতো স্নানও করে, জল নিয়ে খেলাও করে। কিন্তু এই প্রথম বার সে স্কুলে ঢুকে পড়ল। কিন্তু কারও কোনও ক্ষতি করেনি। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, আকাশ অন্ধকার। তাই ধরে নেওয়া যায় ঘটনাটি রাত্রিবেলা ঘটেছে। ফলে সেই সময় স্কুলে কোনও ছাত্রছাত্রী ছিল না। ভিডিয়োতেও কাউকে দেখতে পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সেনা স্কুলের ভিতর শুঁড় দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি পূর্ণবয়স্ক হাতি। হাতিটির চলনে কোনও তাড়াহুড়ো নেই, সে শান্ত মাথায় স্কুল পরিভ্রমণ করছে। শ্রেণিকক্ষ থেকে স্কুলের করিডরের মধ্যে বেরিয়ে এল হাতিটি। সেই করিডরের অন্য প্রান্তে ক্যামেরা হাতে দাঁড়িয়ে এক জন ঘটনাটি ক্যামেরাবন্দি করছেন। তিনি হাতিটিকে দেখে, ‘মহারাজ বাইরে বেরিয়ে আসুন’, ‘প্রভু বাইরে চলে আসুন’ বলে ডাকা শুরু করলেন। হাতিটিও যুবকের কথা শুনে তাঁর দিকে এগিয়ে গেল। তার পর সেই যুবকই হাতিটিকে পথ দেখিয়ে স্কুলের বাইরে নিয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘নন্দন প্রতিম শর্মা বরদলই’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০০ বার ভিডিয়োটি দেখা হয়েছে। নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্সে নানা মন ভাল করা মন্তব্য করেছেন।