প্রেমিকের গাড়ির কাচে সাদা সাদা দাগ লেগে! বুদ্ধি খাটিয়ে সত্যি খুঁজে বার করলেন প্রেমিকা। দাগ থেকে এ-ও বুঝতে পারলেন, প্রেমিক তাঁকে ঠকাচ্ছেন। তাঁর অজান্তেই অন্য কোনও মহিলার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। কিন্তু কী করে সত্যি খুঁজে বার করলেন তিনি?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়স্রষ্টা (কনটেন্ট ক্রিয়েটর) ওই তরুণী। তরুণী ব্যাখ্যা করেছেন কী ভাবে তিনি গাড়ির কাচে লেগে থাকা দাগ দেখে তাঁর প্রতারক প্রেমিককে ধরেছেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ২১ বছর বয়সি বিষয়স্রষ্টা ওই তরুণীর নাম জোয়ি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে এক দিন বাইরে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকের গাড়িতে উঠে বসার পরেই সামনের জানালায় কিছু গোল গোল সাদা দাগ দেখতে পান তিনি। একজন বিষয়স্রষ্টা হওয়ায় অস্বাভাবিক সেই দাগগুলি কিসের তা বুঝতে অসুবিধা হয়নি জোয়ির।
আরও পড়ুন:
জোয়ি বুঝতে পারেন কাচের উপর ছোট, বৃত্তাকার চিহ্নগুলি আসলে একটি ‘অক্টোবডি ফোন হোল্ডার’-এর। যার সাহায্যে জানালার কাচের উপর ফোন আটকে রাখা যায়। মহিলারা প্রায়ই ও ভাবে ফোন আটকে ক্যামেরায় নিজের রূপচর্চা করেন। এর ফলে জোয়ি বুঝতে পারেন যে কেউ ওই আসনে বসেছিলেন সম্প্রতি। ঘুরিয়ে প্রেমিককে সে কথা জিজ্ঞাসা করলে তাঁর প্রেমিক পুরো বিষয়টি অস্বীকার করেন। তার পরেই সন্দেহ হয় জোয়ির। আরও খতিয়ে দেখার পর তিনি বুঝতে পারেন, তাঁকে ঠকাচ্ছেন প্রেমিক। গোপনে প্রেম করছেন অন্য এক জনের সঙ্গে।
আরও পড়ুন:
এর পর জোয়ি অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে পোস্ট করেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। নেটাগরিকদের অনেকেই তাঁর উপস্থিত বুদ্ধির জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে আবার বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন।