কাচ দিয়ে ঘেরা খাঁচার ভিতর বসে রয়েছে একটি গোরিলা। তার খাঁচার বাইরে হাতে ট্যাব নিয়ে বসে রয়েছে কয়েক জন খুদে। ট্যাবে ‘কিং কং’-এর একটি সিনেমা চালিয়ে খাঁচাবন্দি গোরিলাকে দেখাচ্ছিল তারা। সিনেমায় বানরের পূর্বপুরুষকে নিজের মতোই দেখতে লাগল গোরিলাটির। তাই মন দিয়ে ট্যাবের দিকে তাকিয়ে থাকল সে। এমনকি, সিনেমা দেখতে দেখতে খাঁচার ভিতর শুয়ে পড়ল গোরিলাটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গোরিলাওয়েন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চিড়িয়াখানায় গিয়ে গোরিলার খাঁচার সামনে বসে রয়েছে কয়েক জন খুদে। একটি ট্যাব নিয়ে কাচ দিয়ে ঘেরা খাঁচার বাইরে বসে রয়েছে তারা। ট্যাবে ‘কিং কং’-এর একটি ছবি চালু করে রেখেছে বাচ্চারা। খাঁচার ভিতর থেকে সেই ছবিই মন দিয়ে দেখছে একটি গোরিলা।
‘কিং কং’ ছবিতে বানরের পূর্বপুরুষকে দেখে অবাক হয়ে গেল গোরিলাটি। এক মুহূর্তের জন্য চোখের পলক পড়ল না তার। সিনেমায় মগ্ন হয়ে গিয়ে খাঁচার ভিতর শুয়ে পড়ল সে। মনে মনে হয়তো নিজেকেই সিনেমার ‘নায়ক’-এর সঙ্গে তুলনা করে ফেলল গোরিলাটি। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নিজেকে যে এ ভাবে সিনেমায় দেখা যাবে তা ভাবতে পারেনি গোরিলা। তাই মন দিয়ে ট্যাবের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে সে।’’