আগুন নেভানোই যাঁদের কাজ তাঁরাই নেচে সমাজমাধ্যমে আগুন ঝরালেন। কেরলের দমকল দফতরের একদল কর্মীর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কাজের ফাঁকেও যে তাঁরা নিজেদের জন্য সময় বার করে আনন্দে মেতে উঠেছেন তা দেখে অবাক হয়েছেন অনেকেই। দমকলকর্মীদের সেই প্রাণবন্ত নাচ মন জয় করে নিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটি পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বাসে করে উর্দি পরা বেশ কিছু দমকলকর্মী তাঁদের কর্মক্ষেত্র থেকে ফিরছেন। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, তাঁরা সকলেই কেরলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের কোলেনগোড বিভাগের কর্মী। বাসের মধ্যে তাঁরা একটি জনপ্রিয় মালয়লম গানের সঙ্গে নাচছেন। ‘থিঙ্কলে পুথিঙ্কলে’ নামের সেই গানের তালে প্রত্যেকে মজার নাচের মুদ্রা ফুটিয়ে তুলেছেন। সকলেই হেসে হেসে মজার ভঙ্গিমায় একে অপরের সঙ্গে তাল মিলিয়ে গানে সঙ্গে নেচেছেন। প্রত্যেকের ভাব-ভঙ্গিতে উৎসাহের অন্ত নেই। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে, ‘কর্তব্য সেরে আরাম করছি’। ভিডিয়োটি পোস্ট করার তিন দিনের মধ্যেই ভিডিয়োটি ৪০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। ৫ লক্ষেরও বেশি মানুষ এই পোস্টে লাইক করেছেন।