Advertisement
E-Paper

সোমবার কলকাতা-মুম্বই, দু’দলই প্রথম একাদশে একাধিক বদল করতে পারে, কারা খেলবেন?

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ বারের আইপিএলে প্রথম জয়ের চেষ্টা করবে মুম্বই ইন্ডিয়ান্স। অজিঙ্ক রাহানেরাও জয়ের ছন্দ নষ্ট করতে চান না। দু’দলই প্রথম একাদশে একাধিক বদল করতে পারে।

picture of Ajinkya Rahane and Hardik Pandya

(বাঁ দিকে) অজিঙ্ক রাহানে এবং হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১১:১৮
Share
Save

রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স শিবির। সোমবার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যরা প্রথম দু’টি ম্যাচেই হেরেছেন। ম্যাচ কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের মুম্বইয়ের ঘরের মাঠে। সোমবার দু’দলের প্রথম একাদশেই বদল হতে পারে। কারা খেলতে পারেন, তার খোঁজ নিয়ে দেখল আনন্দবাজার ডট কম।

কলকাতার সম্ভাব্য একাদশ:

১) সুনীল নারাইন অসুস্থতার জন্য দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারেননি। মইন আলির পরিবর্তে সোমবার তিনি আবার ফিরছেন প্রথম একাদশে। ওপেন করতে নামবেন কেকেআরের হয়ে।

২) কুইন্টন ডি’কক— রাজস্থানের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারও থাকবেন কেকেআরের আর এক ওপেনার হিসাবে।

৩) অজিঙ্ক রাহানে দলের অধিনায়ক। প্রথম ম্যাচে ভাল খেলেছেন। দ্বিতীয় ম্যাচে ভাল শুরু করেও বড় রান পাননি। রাহানের খেলা নিয়ে প্রশ্ন নেই।

৪) বেঙ্কটেশ আয়ার দলের সহ-অধিনায়ক। ব্যাট হাতে রান পাননি প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার প্রয়োজন হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে তিনিই থাকবেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে।

৫) অঙ্গকৃশ রঘুবংশীভাল ফর্মে রয়েছেন তরুণ ব্যাটার। প্রথম দু’টি ম্যাচেই ভাল খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধেও ব্যাট করার সময় দেখা যাবে তাঁকে।

৬) রিঙ্কু সিংহ সানরাইজ়ার্স হাদরাবাদের বিরুদ্ধে রান পাননি। রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করেননি। রিঙ্কু দলের ফিনিশার। তাঁর প্রথম একাদশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই।

৭) আন্দ্রে রাসেল এ বারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডারকেও এখনও চেনা ফর্মে দেখা যায়নি। মুম্বইয়ের ২২ গজে ভাল কিছু করার চেষ্টা করবেন রাসেল।

৮) রমনদীপ সিংহ রমনদীপের খেলা নিয়ে সংশয় নেই। রাজস্থানের বিরুদ্ধে তিনিও ব্যাট করার সুযোগ পাননি।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৯) হর্ষিত রানা কেকেআরের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হর্ষিত। তিনি ছাড়া ভারতীয় জোরে বোলার তেমন কেউ নেই দলে। হর্ষিতও খেলবেন।

১০) অনরিখ নোখিয়া প্রথম দু’ম্যাচে স্পেনসার জনসন ভাল বল করতে পারেননি। মুম্বইয়ের বিরুদ্ধে অভিজ্ঞ নোখিয়া খেলতে পারেন কেকেআর হয়ে।

১১) বরুণ চক্রবর্তী দলের স্পিন আক্রমণের বড় ভরসা বরুণ। খারাপ বল করছেন না। ইংল্যান্ড সিরিজ় থেকে ফর্মেও আছেন। তাঁর খেলা নিশ্চিত।

১২) বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার) আগের ম্যাচে বৈভব খারাপ বল করেননি নতুন। ফলে সোমবারও তাঁকে খেলাতে পারে কেকেআর। বাঁহাতি জোরে বোলার দলের আক্রমণের বৈচিত্র বৃদ্ধি করতে পারবেন।

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ:

১) রোহিত শর্মা আইপিএলে এখনও সেরা ফর্মে দেখা যায়নি রোহিতকে। তবে ভারতীয় দলের অধিনায়কের খেলা নিয়ে প্রশ্ন নেই।

২) রায়ান রিকেলটন- চেনা ফর্মে দেখা না গেলেও নিজের দিনে একাই ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন রিকেলটন। উইকেটরক্ষক হিসাবেও নির্ভরযোগ্য। তিনিও খেলবেন।

৩) তিলক বর্মা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং না করলেও প্রাথমিক চাপ সামলে দিয়েছেন। তাঁরও খেলা নিশ্চিত।

৪) সূর্যকুমার যাদব আগের ম্যাচেই চেনা ফর্মে দেখা গিয়েছে সূর্যকুমারকে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

৫) জ্যাক উইলস কেকেআরের বিরুদ্ধে খেলতে পারেন উইলস। তিনি প্রথম একাদশে এলে দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পাবে। সোমবার এ বারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারেন মুজিব উর রহমানের জায়গায়।

৬) রবিন মিঞ্জ আগের ম্যাচে দলকে ভরসা দিতে পারেননি ব্যাট হাতে। তবু তরুণ ক্রিকেটারকে ফিনিশার হিসাবে খেলাতে পারে মুম্বই। আগ্রাসী ব্যাটিং করতে পারেন।

৭) হার্দিক পাণ্ড্য দলের অধিনায়ক। ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি আগের ম্যাচে। তবে বেশ ভাল বল করেছেন হার্দিক। তাঁর খেলা নিশ্চিত।

৮) নমন ধীর আগের ম্যাচে খারাপ খেলেননি। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছিলেন। তিনিও থাকতে পারেন মুম্বইয়ের প্রথম একাদশে।

৯) মিচেল স্যান্টনার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক ব্যাট এবং বল হাতে দক্ষ। ভাল ফর্মে রয়েছেন। তাঁকে বাদ দিয়ে নামার কথা ভাববেন না হার্দিকেরা।

১০) দীপক চাহর কেকেআরের বিরুদ্ধে দীপকও এক রকম নিশ্চিত। ভারতীয় জোরে বোলারের ব্যাটের হাত খারাপ নয়।

১১) ট্রেন্ট বোল্ট জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে মুম্বইয়ের জোরে বোলিং আক্রমণের প্রধান ভরসা। ভাল ফর্মেও আছেন কিউয়ি ক্রিকেটার। তিনিও খেলবেন।

১২) বিগনেশ পুতুর (ইমপ্যাক্ট প্লেয়ার) প্রথম ম্যাচে বেশ ভাল বল করেছিলেন কেরলের বাঁহাতি স্পিনার। তবু দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে তাঁকে খেলায়নি মুম্বই। কেকেআরের বিরুদ্ধে তাঁকে আবার বল হাতে দেখা যেতে পারে।

সংক্ষেপে
  • ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
  • ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
Kolkata Knight Riders Mumbai Indians Probable XI

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।