Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Viral News

৭৫ কোটির সামরিক কপ্টারে সঙ্গম দুই সেনার, ধরিয়ে দিল ডানার নড়নচড়ন এবং গোঙানির আওয়াজ

সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, রাতে কাজ সেরে ফিরছিলেন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কয়েক জন রক্ষণাবেক্ষণ কর্মী। অ্যাপাচে হেলিকপ্টারের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা কপ্টারটির ডানা জোরে জোরে নড়তে দেখেন।

Two soldiers captured in compromising position inside 75 crore military chopper in military training area of UK

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৮:০৩
Share: Save:

সামরিক প্রশক্ষিণ কেন্দ্রে রাখা ৭৫ কোটির হেলিকপ্টারের ডানা অস্বাভাবিক ভাবে নড়ছে। ভিতর থেকে ভেসে আসছে গোঙানির আওয়াজ। সন্দেহের বশে সেই অ্যাপাচে হেলিকপ্টারের ভিতর উঁকি দিতেই চক্ষু ছানাবড়া রক্ষণাবেক্ষণ কর্মীদের। তাঁরা দেখেন, মত্ত অবস্থায় বহুমূল্য কপ্টারটির ভিতর সঙ্গম করছেন দুই সেনা।

সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, রাতে কাজ সেরে ফিরছিলেন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কয়েক জন রক্ষণাবেক্ষণ কর্মী। অ্যাপাচে হেলিকপ্টারের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা কপ্টারটির ডানা নড়তে দেখেন। সেই দৃশ্য দেখেই চমকে যান তাঁরা। এর পর তাঁদের কানে গোঙানির আওয়াজ ভেসে আসে। ভাল করে কান পেতে বুঝতে পারেন, আওয়াজ আসছে কপ্টারের অন্দর থেকেই। হেলিকপ্টারটির ভিতরে কিছু রয়েছে কিনা তা দেখার জন্য উঁকি দিতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখেন সামরিক কপ্টারের পিছনের ককপিটের ভিতর মত্ত অবস্থায় সঙ্গম করছেন দুই সেনা।

সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, উভয় সেনাকে পোশাক পরে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে বলা হলে টলতে টলতে তাঁরা বেরিয়ে আসেন। পুরুষ সেনার শরীরে উর্দি থাকলেও মহিলা সেনাকর্মী অসামরিক পোশাকে ছিলেন।

ওই দুই সেনা যে হেলিকপ্টারে ধরা পড়েছিলেন সেটি আর্মি এয়ার কর্পসের ৬৫৩ স্কোয়াড্রনের অংশ ছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপাচে কপ্টার ৩০ মিলিমিটারের কামান-সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক অস্ত্র দিয়ে সজ্জিত। দাম প্রায় ৭৫ কোটি টাকা। উল্লেখ্য, সংবাদমাধ্যম, দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২০১৬ সালে নর্থাম্বারল্যান্ডের অটারবার্ন রেঞ্জে ঘটেছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সম্প্রতি প্রকাশ্যে এসেছে খবরটি।

অন্য বিষয়গুলি:

Viral News Helicopter UK Soldier
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy