স্বপ্নের গাড়ি কেনার জন্য ১০ বছর অপেক্ষা করেছিলেন যুবক। আড়াই কোটি টাকা দিয়ে কিনেওছিলেন গাড়িটি। কিন্তু তার পরেই সব শেষ। কেনার ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল সাধ করে কেনা সেই গাড়ি। মনখারাপ করা সেই ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপানের ওই যুবকের নাম হোনকন। পেশায় সঙ্গীত প্রযোজক ৩৩ বছর বয়সি হোনকন গত এক দশক ধরে টাকা জমাচ্ছিলেন ফেরারি ৪৫৮ স্পাইডার কেনার জন্য। অবশেষে গত ১৬ এপ্রিল গাড়িটি কেনেন তিনি। কিন্তু শোরুম থেকে বেরোনোর ঘণ্টাখানেক পরে জাপানের শুতো জাতীয় সড়কে গাড়িটিতে আগুন লেগে যায়। পুড়়ে ছাই হয়ে যায় গাড়িটি। সৌভাগ্যবশত সেই ঘটনায় কেউ আহত হননি। সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির দাম ছিল আড়াই কোটি টাকা।
আরও পড়ুন:
প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় আগুন দেখতে পান হোনকন। গাড়ি থামিয়ে দ্রুত বেরিয়ে আসেন তিনি। যদিও কেন ওই গাড়িতে আগুন ধরল তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ বিভাগ।
তিলে তিলে টাকা জমিয়ে কেনা সাধের গাড়ি পুড়ে যাওয়ার পরে দুঃখের কথা সমাজমাধ্যমে পোস্ট করেন হোনকন। এক্স হ্যান্ডলে জানিয়েছেন, তিনি সবসময় একটি ফেরারির মালিক হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তব হওয়ার কিছু ক্ষণের মধ্যেই তা পরিণত হল দুঃস্বপ্নে। সংবাদমাধ্যমেও অভিজ্ঞতার কথা জানিয়েছেন হোনকন। হোনকনের খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যম জুড়ে হইচই পড়ে গিয়েছে। হোনকন নিরাপদে আছেন জেনে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। তবে ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গিয়েছে অনেককে।