প্রতীকী ছবি।
এক কথায় উত্তর ইদানীং বেশ জনপ্রিয়। এ বার টুইটারে খোঁজ দিল তিন শব্দের ইস্তফাপত্রের।
সম্বোধন আর বিদায় সম্ভাষণের মাঝে গুনে গুনে ঠিক তিনটি শব্দ। সেই তিনটি শব্দেই চাকরিতে ইস্তফা দেওয়ার যাবতীয় বক্তব্য শুরু এবং শেষও হয়ে গিয়েছে! দেখে নেটিজেনরা অবাক তো হয়েছেনই, একই সঙ্গে অল্প কথায় সসম্মানে বসকে বিদায় জানানোর উপায় খুঁজে পেয়ে আপ্লুতও হয়েছেন।
ইস্তফাপত্রের ছবিটি শেয়ার করেছিলেন এক টুইটার ব্যবহারকারী। কী লেখা আছে তাতে?
Short and sweet. pic.twitter.com/KYXYgeq2tl
— Kaveri (@ikaveri) June 14, 2022
ঊর্ধ্বতনকে ‘ডিয়ার স্যর’ বলে সম্বোধন করার পর, চিঠির বিষয়ের নীচে শুধু লেখা ‘বাই বাই স্যর’। তার পর বিদায় সম্ভাষণ এবং স্বাক্ষর। এটুকুই।
কর্মক্ষেত্রের ভাল বা খারাপ অভিজ্ঞতার ব্যাখ্যা নেই। চাকরি ছাড়ার কারণ নেই। নেই কৃতজ্ঞতা জানানোর ধূমও। ‘ছোট এবং মিষ্টি’— ছবিটি টুইটারে দিয়ে বিবরণে লিখেছেন কাবেরী নামের এক ব্যবহারকারী।
সেই ছবি ইন্টারনেটে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এই ধরনের ছোট ইস্তফাপত্র পাওয়া এবং দেওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তবে দেখা গিয়েছে, তাদের কোনওটিই এই ইস্তফাপত্রটিকে দৈর্ঘ্যে টেক্কা দিতে পারেনি।
I got one last week, which was even shorter. It was on WhatsApp, the day after he got his pay cheque pic.twitter.com/XBFh2onb6l
— Shamit Manchanda (@shamit) June 14, 2022
— I hate you but still I (@SaifulBariAMU) June 14, 2022
Ha ha ha. Nice. #fauj mein implement karte hain.
— Nitin Welde (@nitinwelde) June 14, 2022
Dear CO,
I am leaving, bye #justjoking
I wrote something similar long back. It was so bad the guy didn't even respond. 😅
— Ashima Sharda (@ShardaAshima) June 14, 2022
অনেকেই প্রশ্ন করেছেন, তবে এটিই কি বিশ্বের খুদ্রতম ইস্তফাপত্র!
এক টুইটার ব্যবহারকারী এর জবাবে জানিয়েছেন, ‘নাহ! আরও ছোট হতে পারত। দু’টি বাই না লিখে একটি লিখলেই বোঝা যেত বিষয়টি। সেক্ষেত্রে আরও ছোট হত পদত্যাগের চিঠিটি।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy