মাঝরাতে বাজি ফাটিয়ে, হই-হুল্লোড় করে মাঝরাস্তায় চলছে পুলিশের জন্মদিন উদ্যাপন। উদ্যাপন করছেন দাগি আসামিরা। অন্য কয়েক জন পুলিশকর্মীও ঘটনাস্থলে রয়েছেন। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সাংভি থানার সামনে। জন্মদিন উপলক্ষে বেশ কয়েক জন দাগি আসামিকে নিয়ে আনন্দ করছিলেন প্রবীণ পাতিল নামে এক পুলিশ আধিকারিক। আসামিদের পাশাপাশি প্রবীণের কয়েক জন সহকর্মীও সেখানে ছিলেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রবীণ-সহ চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যরাতে রাস্তার মাঝখানে এক পুলিশকর্মীর জন্মদিন উদ্যাপন চলছে। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন ব্যক্তি। রাস্তাতেই টেবিল পেতে কেক রাখা হয়েছে। সেই টেবিলের চারপাশে সবাই দাঁড়িয়ে রয়েছেন। ঘন ঘন বাজি ফাটছে। ড্রোনে করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখা হচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার প্রবীণ-সহ ঘটনাস্থলে উপস্থিত বাকি পুলিশ কর্মীকে বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, সাংভি থানার ভারপ্রাপ্ত ইনস্পেক্টর মহেশ বানসোডকেও বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পুণে ফার্স্ট’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। হইচইও পড়েছে সমাজমাধ্যমে। ওই পুলিশ আধিকারিকদের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।