ছবি টুইটার।
বাঁক কাঁধে নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন তীর্থযাত্রীরা। প্রত্যেকের বাঁকেই রয়েছে জল। এটাই তো রীতি। কিন্তু এক তীর্থযাত্রীর বাঁকে জলের কলসির বদলে রয়েছেন এক বৃদ্ধ ও বৃদ্ধা।
হ্যাঁ, কাঁওয়ার যাত্রায় এমনই এক দৃশ্য ধরা পড়েছে। বাঁকে বাবা-মাকে চাপিয়ে কাঁধে করে তীর্থযাত্রায় তাঁদের নিয়ে যাচ্ছেন এক যুবক। এই ভিডিয়ো সাড়া ফেলেছে নেটমাধ্যমে। জানা গিয়েছে, ওই ভক্তের নাম শ্রবণ কুমার।
जहां आजकल बूढ़े मां-बाप का तिरस्कार होता है, उन्हें घर से निकाल दिया जाता है या अपने साथ रहने नहीं दिया जाता.. वहीं आज इसका विपरीत दृश्य देखने को मिला..
— Ashok Kumar IPS (@AshokKumar_IPS) July 19, 2022
लाखों शिवभक्तों के बीच एक श्रवण कुमार भी है जो पालकी में अपने बुज़ुर्ग माता-पिता को लेकर कांवड़ यात्रा पर आया है..
मेरा नमन! pic.twitter.com/phG1h3pfg1
ভিডিয়োটি টুইট করেছেন আইপিএস অশোক কুমার। ভিডিয়ো টুইট করে আইপিএস লিখেছেন ‘ইদানীং বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করা হয়। তাঁদের বাড়ি থেকে তাড়িয়েও দেন সন্তানরা। কিন্তু একেবারে বিপরীত ছবি প্রকাশ্যে এল। কাঁওয়ার যাত্রায় আসা লক্ষ লক্ষ ভক্তের মধ্যে শ্রবণ কুমার তাঁর বাবা-মাকে বাঁকে করে এনেছেন।’
এই ভিডিয়ো দেখে আপ্লুত নেটাগরিকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy