Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Dubai

৭ কোটির রোলস রয়েস পড়ে রইল দুবাইয়ের ব্যস্ত সড়কে, চাবি ছেড়ে গেলেও চুরি গেল না গাড়ি!

রোলস রয়েসের মালিকের দাবি ছিল, দামি গাড়িটি চাবি-সহ রাস্তায় ছেড়ে রেখে গেলেও সেটি চুরি হবে না। এতটাই সুরক্ষিত তাঁর শহর দুবাই! ইনস্টাগ্রামে তাঁর এ হেন ভিডিয়ো দেখে হতবাক অনেকে।

Image of Ayman Al Yaman of Dubai, who left his Rolls Royce in open spa

(বাঁ দিকে) দুবাইয়ের বাসিন্দা আয়মন আল ইয়ামন। (ডান দিকে) ইনস্টাগ্রামে দেখা গিয়েছে রোলস রয়েসের এসইউভি-র উপর চাবি রাখছেন আয়মন। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
দুবাই শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৩:১৬
Share: Save:

দিনেদুপুরে নিজের রোলস রয়েস গাড়িটি রাস্তার ধারে রেখে ঢুকেছিলেন জিমে। সন্ধ্যা নামার পর জিম থেকে বেরিয়েও সে গাড়িটি রাস্তায় দাঁড় করানো এবং অক্ষত অবস্থায় পেয়েছেন। ৭ কোটির বেশি টাকার ওই রোলস রয়েসের মালিকের দাবি ছিল, গাড়িটি চাবি-সহ রাস্তায় ছেড়ে রেখে গেলেও সেটি চুরি হবে না। এতটাই সুরক্ষিত তাঁর শহর দুবাই!

নিজের দাবি প্রমাণেই ব্যস্ত রাস্তায় এ ভাবে তাঁর দামি এসইউভি-টি ছেড়ে রেখেছিলেন দুবাইয়ের বাসিন্দা আয়মন আল ইয়ামন। ইনস্টাগ্রামে তাঁর এ হেন ভিডিয়ো দেখে হতবাক অনেকে। তাঁদের প্রশ্ন, ‘‘এমনও হয় নাকি?’’

ইনস্টাগ্রামে হরদম যাতায়াত করেন আয়মন। সেখানে তাঁর ভক্তসংখ্যা ৯ লক্ষেরও বেশি। ২৮ মে আয়মনের পোস্ট করা ওই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেটি পছন্দ করেছেন সাড়ে ২৭ হাজারের বেশি। তাতে দেখা গিয়েছে, একটি সাদা রঙের রোলস রয়েস কালিনান মডেলের গাড়িটির সামনের দিকে সেটির রিমোটচালিত চাবি রেখে জিমে ঢুকছেন আয়মন। দিন গড়িয়ে সন্ধ্যা নামলে জিম থেকে বেরিয়ে দেখেন, দুবাইয়ের রাস্তায় যে ভাবে ছেড়ে গিয়েছিলেন, ঠিক সে ভাবেই পড়ে রয়েছে এসইউভি-টি। এর পর ক্যামেরার দিকে তাকিয়ে আয়মনের মন্তব্য, ‘‘দুনিয়ার সেরা শহর হল দুবাই। এখানে বেড়াতে আসুন!’’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

দুবাইয়ে ওই রোলস রয়েস কালিনান এসইউভি-র দর হল প্রায় ৩ কোটি দিরহাম। ভারতীয় মুদ্রায় যায় অর্থমূল্য ৭ কোটি ২ লক্ষ টাকা। ফলে আয়মনের ওই ভিডিয়ো দেখে অনেকেই বিস্মিত। তবে গোটা ভিডিয়োটির সত্যতা নিয়ে সন্দিহান একাংশ। ইনস্টাগ্রামে তাঁদেরই এক জনের মন্তব্য, ‘‘গাড়ির চাবির সঙ্গে নিজের ক্যামেরাম্যানকেও কি ছেড়ে গিয়েছিলেন আপনি?’’ যদিও অনেকেই জানিয়েছেন, দুবাইয়ে এমন হওয়াটাই স্বাভাবিক। দামি গাড়ি রাস্তায় ফেলে রাখলেও খোয়া যায় না। তবে গাড়ির চাবি পেলে সেটি নিয়ে পুলিশকে খবর দেন কেউ না কেউ।

আয়মনের ভিডিয়ো নিয়ে নানা রসিক মন্তব্যও ভেসে উঠেছে সমাজমাধ্যমে। তেমনই এক জনের কথায়, ‘‘পরের বার রাস্তায় একটা ছোটখাটো গাড়ি রাখবেন। রোলস রয়েস তো সকলের পছন্দসই না-ও হতে পারে!’’ অন্য আর এক জনের মন্তব্য, ‘‘আপনার ভাগ্য ভাল যে আমি ওই রাস্তায় ছিলাম না!’’

অন্য বিষয়গুলি:

Dubai Viral Videos Safe City Security Instagram Instagrammer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy