স্বামী-সন্তান নিয়ে সংসার ছিল তরুণীর। তিন মাস আগে তিনি জানতে পারেন যে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন। হাতে খুব বেশি সময়ও নেই তাঁর। তাই আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া পালন করলেন তরুণী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ বছর বয়সি তরুণীর নাম জিয়াং উইয়ি। চিনের জ়েজিয়াং প্রদেশের বাসিন্দা তিনি। তিন মাস আগে জিয়াং জানতে পারেন যে, তাঁর জরায়ুমুখে ক্যানসার হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করে চিকিৎসক জিয়াংকে জানান যে, তাঁর হাতে দু’বছর সময় রয়েছে। চিকিৎসকের দাবি, দু’বছরের বেশি বাঁচতে পারবেন না জিয়াং। তা জানার সঙ্গে সঙ্গে জিয়াং তাঁর প্রিয় বান্ধবী লি-কে সব কথা খুলে বলেন। জিয়াং সিদ্ধান্ত নেন যে, তিনি মানসিক ভাবে ভেঙে পড়বেন না।
আরও পড়ুন:
বরং এই সময়টুকু কাছের মানুষের সঙ্গে দারুণ ভাবে কাটাতে চান তিনি। স্বামী এবং তিন বছরের সন্তান নিয়ে সংসার জিয়াংয়ের। তাঁদের উপর এই পরিস্থিতির কোনও প্রভাব ফেলতে চান না জিয়াং। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, তাঁর দেহ সৎকারের সময় কেউ কান্নাকাটি করুক তা চান না জিয়াং। তাই বেঁচে থাকতেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে ফেলতে চেয়েছেন তিনি।
বাড়ির কাছাকাছি এক উদ্যানে সেই অনুষ্ঠানের আয়োজন করেন তরুণী। আত্মীয়দের পাশাপাশি কাছের বন্ধুবান্ধবকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সকলের সঙ্গে সেই অনুষ্ঠানে সুখস্মৃতিচারণ করেন জিয়াং। এমনকি উদ্যানে উপস্থিত কয়েক জন অচেনা ব্যক্তিও জিয়াংকে ভালবাসা জানিয়েছিলেন। জীবন নিয়ে জিয়াংয়ের কোনও অভিযোগ নেই। বাকি সময়টুকু হেসেখেলে কাটাতে চান বলে জানিয়েছেন তরুণী।