প্রতিটি মানুষই বিয়ে ও পরবর্তী দাম্পত্যজীবন নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন। নানা পরিকল্পনাও থাকে নিজেদের বিবাহ-পরবর্তী জীবন নিয়ে। যুগলে মিলে যে পরিকল্পনা করেন তা কোনও কারণে ভেস্তে গেলে মনখারাপ হতে বাধ্য। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়। সেই রকমই একটি ঘটনার মুখোমুখি হয়েছেন আমেরিকার বাসিন্দা এক তরুণী। পাত্র তাঁর মায়ের সঙ্গে গিয়ে নতুন একটি বাড়ি কিনেছেন বলে রাগে, দুঃখে বিয়ে বাতিল করেছেন ২৮ বছরের ওই তরুণী। নিজের স্বপ্নভঙ্গের কাহিনি তিনি ভাগ করে নিয়েছেন রেডিট নামের সমাজমাধ্যমে। তাঁর সিদ্ধান্ত সঠিক কি না তা নিয়ে নেটাগরিকদের থেকে মতামতও জানতে চেয়েছেন তিনি।
রেডিট পোস্টে তরুণী লিখেছেন, চলতি বছরের শীতকালে তাঁর বাগ্দত্তের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁর। ৩০ বছর বয়সি এক তরুণের সঙ্গে ৫ বছর ধরে সম্পর্কে আছেন এই তরুণী। বিয়ের আগে তাঁরা দুজনেই ঠিক করে রেখেছিলেন তাঁরা একসঙ্গে একটি বাড়ি কিনবেন। কয়েক দিন আগে তিনি জানতে পারেন তাঁর সঙ্গী তাঁকে না জানিয়ে হবু শাশুড়ির সঙ্গে পরামর্শ করে গোপনে একটি বাড়ি কিনে নিয়েছেন। সেই কথা জানতে পেরে রাগে ও হতাশায় বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তিনি জানান বেশ কয়েক বছর ধরে তাঁরা পরিবার পরিকল্পনা, সঞ্চয় ও বাড়ি কেনা নিয়ে নানা আলোচনা করেছেন। তাই হবু বরের মায়ের সঙ্গে আংশিক মালিকানায় বাড়ি কেনার খবরে হতবাক হয়ে যান তিনি।
আরও পড়ুন:
এই খবরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সঙ্গীকে এ ব্যাপারে প্রশ্ন করায় তিনি তরুণীকে জানান, তাঁরা আর ভাড়াবাড়িতে থাকতে চাননি। তাঁর মা তাঁকে দ্রুত বাড়ি কেনার জন্য চাপ দেন। তাই মায়ের সঙ্গে তিনিও বাড়িটি কিনে নেন। বিয়ের পর তরুণীকে ওই বাড়িতে থাকার অনুরোধ জানান তাঁর সঙ্গী। এ প্রস্তাব নাকচ করে দিয়ে বিয়ে ভেঙে দেন তিনি।
আরও পড়ুন:
এই পোস্টটি শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় রেডিটে। অনেকেই তরুণীর সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন। আবার অনেকে তরুণীর প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।