মহড়া চলাকালীন ভেঙে পড়ল একটি যুদ্ধবিমান। দুর্ঘটনায় মারা গেলেন বিমানের চালক। গত সপ্তাহের শনিবার দক্ষিণ আফ্রিকার সালডানা ওয়েস্ট কোস্টে অনুষ্ঠিত ওই বিমান প্রদর্শনীতে যুদ্ধবিমানটি ধ্বংস হয়। চালক যে বিমান চালাচ্ছিলেন সেটি ইমপালা এমকেটু বলে জানা গিয়েছে। ‘স্কাই নিউজ়’ জানিয়েছে, চালক বিমানের দরজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও ব্যর্থ হন। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানটি মাঝ আকাশে ঘুরতে ঘুরতে আচমকা গোঁত্তা খেয়ে মাটির দিকে নামতে থাকে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করে জার্মানির এক জন সাংবাদিক লিখেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার সালডানায় ওয়েস্ট কোস্ট এয়ারশোয়ে সত্তরের দশকের হালকা যুদ্ধবিমান ইমপালার মর্মান্তিক দুর্ঘটনা। আমি সেই প্রদর্শনীতে উপস্থিত ছিলাম। সেখানে খুব কম বিমানের ওড়ার কথা ছিল। সকালে বিমানটি উড়তে দেখেছিলাম।’’ সমাজমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, মৃত বিমানচালকের নাম জেমস ও’কনেল।
আয়োজকরা দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা ও তার ফলে বিমানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনাটি নির্ধারিত উড়ানের সীমানার মধ্যেই ঘটেছে এবং অন্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার অসামরিক বিমান কর্তৃপক্ষ এবং দক্ষিণ আফ্রিকান বিমানবাহিনীর দুর্ঘটনা বিভাগ ঘটনার তদন্ত শুরু করছে।