ছবি: এক্স থেকে নেওয়া।
দূষণে ঢেকেছে দিল্লি। গত কয়েক দিনে রাজধানী ও সংলগ্ন এলাকায় সামগ্রিক ভাবে বাতাসের গুণগত সূচকের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পেরিয়েছিল ৪৫০ বেশি। তার পরেও হুঁশ নেই অধিবাসীদের। বিয়ের অনুষ্ঠানে দেদার বাজি পুড়়িয়ে আনন্দ উৎসব পালন করতে দেখা গেল গুরুগ্রামের বাসিন্দাদের। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডল থেকে সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশ্বিনী ইটসস্যাস ১০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল বরযাত্রী রাস্তায় একের পর এক আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করছেন। সেই বাজির ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। সংবাদমাধ্যমসূত্রে খবর, গুরুগ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বাতাসের গুণগত মান যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ‘ভাল’ পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক। সে দিক থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বাতাসের মান দমবন্ধ করা।
রেডিট সমাজমাধ্যমেও এই ঘটনাটি পোস্ট করা হয়েছে। রেডিটে শেয়ার করা পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘বাতাসের গুণগত সূচকের মান ৯৯৯, আর গুরগাঁওয়ে লোকেরা পটকা ফাটাচ্ছেন!’’ সমাজমাধ্যমে এই ঘটনার প্রবল সমালোচনা হয়েছে। এক জন ব্যবহারকারী ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘‘বাতাসের মান ১০০০ হয়েছে তাই বাজি পুড়িয়ে তার উৎসব পালন করছেন কয়েক জন। বিশ্বের কোনও শহর এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy